টপিকঃ নতুন গান - চন্দ্রকথা
ঈদ রিলিজ "ChondroKotha" চন্দ্রকথা।
Lyric by: IH.Munshi
চন্দ্রকথা
চাঁদের পাহারায়, বসে ছাদে আমি একা,
হেসে বলে চাঁদ, "খেয়েছো নাকি ছ্যাঁকা? "
আমি বলি, " চাঁদ, শোনো, মিথ্যে কথা নয়,
ভালবাসি তারে,বলতে ভীষণ ভয়।"
ভয় জমেছে ঠোটের কোণে
কতজা হাজার মনের গহীনে
ভীড় করছে রোজ..
নদীর কিনারে, গুনি ঢেউয়ের ব্যাস্ততা
নদী হেসে বলে, "বল, কিসের ব্যার্থতা?"
আমি বলি, "নদী শোনো, তেমন কিছুই না।
বড় ভালবাসি তারে শুধু বলতে পারিনা।"
বলতে পারো, শেষ বিকেলে
বারান্দাতে এল চুলে
সে নেয়না কেন খোজ?*