টপিকঃ নতুন গান - একা মানুষ
নতুন গান কম্পোজ করলাম। গানের শিরোনাম "একা মানুষ"। লিরিক-মিরিক সব নিজেই লিখসি। কাহিনী হইতেসে, গান যখন এডিট করছিলাম তখন আমার আম্মা এসে আমাকে জিজ্ঞেস করলো, "বাহ, সুমনের এই গানটাতো খুব সুন্দর কাভার করেছিস " আবার ইউটিউবে শেয়ার দেয়ার বেশ অনেকক্ষণ পরে বড় ভাই কমেন্ট করলো, "আমি প্রথমে ভাবছিলাম যে, বাহ খুব সুন্দর একটা গান কাভার করসে দেখা যায়। " আরও কয়েকদিন আগে একটা ইন্সট্রুমেন্টাল করেছিলাম। আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বললো, "দোস্ত তুই লাস্ট যে ইন্সট্রুমেন্টালটা কাভার করছিলি, সেটার ওরিজিনাল গানটা কই? ইউটিউবে অনেক খুঁজলাম, কিন্তু পাইলাম না।" কম্পোজিশনের মধ্যে যে লেইখা দেই, MMA Originals কোন লাভ হয় বলে মনে হয় না
আবার এমনও হইতে পারে যে, কেউ বিশ্বাসই করতে পারেনা যে আমার দ্বারা এমন কিছু করা সম্ভব
যাইহোক, প্যাচাল শেষ। গান শোনেন, অকে?