টপিকঃ একাল - সেকাল আর আজকাল
শেষ কবে ফোরামে টপিক করেছিলাম সেইটা সম্ভবত প্রোফাইল না ঘেঁটে আর মনে করা সম্ভব না, শেষ কবে কোন কাজের কমেন্ট করেছি সেটাও মনে নেই। এককালে যতটা না ফেসবুকে কাটাতাম তার থেকে বেশী কেটেছে এই ফোরামে, আর এখন, হুটহাট করে একটু ঢুঁ মেরে যাওয়া পর্যন্ত। নতুন নতুন সদস্যদের আসতে দেখি, কিছু ভাল লেখাও দেখি, কিন্তু কমেন্ট করা তো দূরে, মহাআলস্যের সেই "লাইক" টাও ক্লিক করা হয় না আর।
খালি ব্যাস্ততা ??? না মনে হয়। আসলে লেখালেখি করতে পারাটা ভাল রকমের প্রতিভা, সেই প্রতিভা আবার সেন্সিটিভ। বাস্তবতার প্যারা এর সাথে মেশাতে গেলেই কেমন যেন গুটিয়ে যায়। তারপর কীবোর্ডে আছড়ানো হোক আর যাই হোক, লেখা আর বের হয় না। মুজতবার সেই "Writers Block" টাও বেশ খানিকটা দায়ী সম্ভবত।
অবশ্য আমি যে অগাধ লেখালেখি করতাম ব্যাপারটা সেরকম না, আমি মূলত টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে লেখালিখি করতাম যতদূর মনে পড়ে। নতুন মোবাইল, প্রিন্টার, সম্ভবত নতুন পেনড্রাইভ কিনলেও মনে হয় সেটা নিয়ে বিশাল টপিক লিখে ফেলতাম। অথচ, পুরা বাসা ভর্তি এখন গ্যাজেট, কিন্তু রিভিউ লিখতে আর মন চায় না। এমনটা না যে পাবলিক ফীডব্যাকের আশায় লিখতাম, আমি লিখতাম এমনি এমনি, নিজের ভাললাগা থেকে, তারপর ফীডব্যাক পেলে ভাল লাগতো সেটা অস্বীকার করবো না। কেন জানি এইসব অর্থহীন লাগা শুরু করেছিল হুট করে।
সেইকালটা কেমন যেত সেইটা না বলে বরং সেই আমলের কয়েক মনীষীর নাম লিখে দেয়া যেতে পারে। যারা এই লেখাটা পড়বে, তারা সেই মানুষগুলোর প্রোফাইল ঘুরে আসলেই সম্ভবত আন্দাজ করতে পারবে। লিস্ট ধরে ইনভারব্রাশ, উদাসীন, স্বপ্নীল, মুন আপু, ইলিয়াস ভাই, দ্যা ফরম্যাট সাইফ, সাদাত শুভ ভাই, বেঙ্গল বালক, অয়ন, মাহবুব ভাই, আশিফ, ফিরোজ, বাবর, আরন্যক, দ্যা গিট্টু, অরুণদা, ছবি আপা, আরো অনেক গুলো মানুষ। ( বেশ কয়েকটা নাম উল্লেখ না করি আপাতত, পরে কাজে আসবে )
ব্যাপারটা ঠিক এমন ছিল যে, আমরা জাস্ট ফোরামের সদস্য ছিলাম না, ফোরামের সবাই মিলে প্রায় পরিবারের মত ছিলাম একটা।
আচ্ছা, উনারা এখনো আসেন তো ফোরামে ? নাকি সবাই আমার মতই ফেরারী ???
আজকাল আসলে কি করি ? কিছু না। একটা ছোটখাট চাকরি করি, একপিস ছোটখাট বাইক কিনেছিলাম (সেইটা আবার কয়দিন আগে চোর নিয়েও গেছে), বিকালে সেই বাইকে করে একটু এদিক সেদিক ঘুরাঘুরি করতাম, চুরি হওয়ার পর বিকাল বাসায়ই কাটে। ছোটখাট একটা টিভি আছে, PS4 দিয়ে এক আধটু গেম খেলি নাইলে ইউটিউব গুতাই নাইলে এক আধটু পড়াশুনা করি আর ঘুমাই।
যে জীবনটাতে এখন অভ্যস্ত, সেইকালে এই জীবনটা কল্পনা করতেও গা শিউরে উঠতো, "হায় হায়, এমনে করে মানুষ বাঁচে ??? " আর এখন .......
কয়দিন আগে ফোরামের জন্মদিন গেল, সকালে ঘুম থেকে উঠে কেন জানি মনে পড়ে গেল, রাজু ভাইকে সেটা জানাতে গিয়ে আবিষ্কার করলাম রাজু ভাই আগেই ফোরামে পোষ্ট করে গেছেন। অথচ, সেইকালে ? আমরাই হৈ হৈ রই রই করতাম। খানিকটা গিল্ট ফিল থেকেই আমি আর কোন কিছু লিখলাম না, শুধু সন্ধ্যায় রাজু ভাই যখন নক দিলো, বললাম যে ভাই মনে ছিল, কিন্তু কিছু বলার ছিল না।
লেখা বড় হয়ে যাচ্ছে আবার, সেইদিনগুলোর মত। সেইদিনগুলোর মতই আগোছালো হয়ে যাচ্ছে আমার ধারনা। কি লিখবো ভেবে শুরু করেছিলাম সেটা মনে নেই, আমি নিশ্চিত সেটা এই লেখার মধ্যে কোথাও হয়তো আবছা ভাবে রয়ে গেছে কিন্তু সেই নিয়ে আর খুলে লেখা হয় নি। শেষ করে দেই বরং, এই লেখায় বিনোদনের কিছু নেই, নেই তথ্যমূলক কোন কিছু। যারা পড়বে, ধরে নিতে হবে এদের কোন কাজ কাম নাই, (এককালে যেমন আমাদের থাকতো না
) ধন্যবাদ, পড়ার জন্য।
আবার কবে লিখবো জানিনা, তবে সেই লেখা না পর্যন্ত সবাই ভাল থাকবেন। ফোরামের বটবৃক্ষ ভায়েদের সাথে কথাবার্তা হয় না অনেকদিন, শুভকামনা থাকলো আপনাদের জন্যও। নিয়মিত হবো সেই প্রতিশ্রূতি দেয়ার দুঃসাহস করবো না, তবে হয়তোবা চেষ্টা করতেও পারি। হয়তো ফিরে আসতে পারি আরেক সেভারাস হয়ে।
সেই পর্যন্ত........
৮৩'