টপিকঃ অবাক চাওয়া
অবাক চাওয়া
গিনি
ভীরু পায়ে এসেছি তোমার গাঁয়ে।
সাথে করে এনেছি বাঁশের বাঁশরী খানি,
দীঘি পারে শিমুলের নীচে শুরু বাঁশী,
খনে খনে থাকি তাকয়ে পথের পানে,
কখন আসবে আমার প্রাণের চাওয়া।
বাজবে নূপুর , উড়বে চুল, হানবে
কাজল ডাগর আঁখি!
হাল্কা হাসির পরশ যে ভরাবে হ্রদয়।
এই দুপুরে রবির তাপে তান হবে অতি মধুর,
মূর্ছনার বাঁশরী ক্ষ্যাপা তালে ভাসবে সুদূর।
স্নান শেষে যখন যাবে চলে,
আমি তখন ধীর চরণে ছুঁয়ে
বিদায় লব সে ভেজা পথ দলে।