টপিকঃ মগের মুল্লুক কথাটা অনেক শুনেছি, এখন উপলব্ধি করছি !!
মগের মুল্লুক বাগধারাটির অর্থ কি ?
মগের মুল্লুকের নিহিতার্থ, আমরা প্রায়ই একটি বাগধারা শুনি আর সেটি হলো ‘মগের মুল্লুক ‘ । যার অর্থ যা ইচ্ছা, তাই করা ,
মগের মুল্লুক বাগধারা পরীক্ষায় আসতো লিখতাম-
মগের মুল্লুক কথাটা অনেক শুনেছি, এখন উপলব্ধি করছি !!
জীবন দিয়ে - সব হারিয়ে
আমার সন্তানকে খুন করা হয়েছে , আমি তো আমার সন্তান ফেরত চাই নি, আমি তার হত্যার বিচার চেয়েছিলাম , কিন্তু এখনো পাইনি? আদৌ কি পাবো?
মগের মুল্লুক :
আজকের বার্মার অধিবাসীদের বাংলায় মগ বলা হয়। এখনো রোহিঙ্গা ভাষায় তাদের মগ বলা হয়ে থাকে। ১৪৩৩ সালে বাংলার সুলতান জালালুদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর আরাকানের রাজা ১৪৩৭ সালে রামু দখল করে। ১৪৫৯ সালে চট্টগ্রাম দখল করে এবং ১৫৫৫ সালের মধ্যে ফেনী পার হয়ে ঢাকার নিকটবর্তী অঞ্চল দখল করে নেয় এবং ১৬৬৬ সাল পর্যন্ত এই বাংলায় আরাকান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই সুদীর্ঘ্য ২২৯ বছরে তারা বাংলায় হিন্দু- মুসলিম নির্বিশেষে যে অবর্ণনীয় অত্যাচার চালায় তারই প্রেক্ষিতে বাংলায় এই মগের মুল্লক প্রচলিত বাগধারাটির উৎপত্তি হয়।
এইকারণে বৌদ্ধ ভিক্ষু অং সাঙ্গ পং বলেছেন, ”আরাকান রাজ্য থেকে রোহিঙ্গাদের বের করে দিতে হবে এবং সুযোগ পেলে ফেনী পযন্ত আমাদের এই পবিত্রভূমি আবার দখল করে নিতে হবে”।
মগের জিনিসপত্র বিক্রি হত আজকের মগ বাজারে এইজন্য মগ বাজার নামটি ঢাকা শহর ধারণ করে আছে----------------