টপিকঃ ভ্রমন পর্ব-২: সাহিত্যিক ডাঃ লুতফর রহমানের বাড়ি
বাণী
মানুষের মুখের দ্বারা যে কথাই
উচ্চারন হউক না কেন,
তার অঙ্গ-প্রতঙ্গের দ্বারা যে কাজই
সম্পন্ন হউক না কেন এবং তার
মস্তিস্কের দ্বারা সে যাহাই চিন্তা করুক না কেন,
তাতে অন্যায়ের লেশ থাকবে না,
এমনকি তাতে অন্যায়ের গন্ধও থাকবে না ।
সাহিত্যিক ডাঃ লুতফর রহমান মাগুরা জেলার হাজিপুর ইউনিয়নে ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন ।