টপিকঃ S.S.C. এবং H.S.C. শিক্ষার্থীদের জন্য অনলাইনে ফ্রি M.C.Q. test
কপি & পেস্ট----
এই সাইটটি মূলত: ঐ সকল শিক্ষার্থীদের জন্য যারা তাদের নির্দ্দিষ্ট পাঠ্যসূচী শেষ করার পর পরীক্ষার জন্য প্রস্তুত থাকে ৷ এই প্রস্তুতি হতে পারে নির্দ্দিষ্ট বিষয়ের সম্পূর্ন বই বা ঐ বিষয়ের কিছু অধ্যায়ের উপর ৷সাইটটিতে আপনারা M.C.Q. পরীক্ষা দিতে পারবেন নির্দিষ্ট বিষয়ের উপর। আর বেশী কিছু লিখলাম না কাজে চলে গেলাম।
New registration বাটন ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরম পূরণ করে submit বাটনে ক্লিক করুন। এবার ID এবং password দিয়ে লগইন করুন। এবং Exam ক্লিক করুন।
Exam এ প্রবেশের জন্য আপনাকে পিন কোড সংগ্রহ করতে হবে। নিচের ছবি দেখে নিন।
Get pin code বাটনের নিচেই আপনার প্রাপ্ত কোড প্রদর্শন করবে। প্রতিবার পরীক্ষার জন্য নতুন নতুন পিন সংগ্রহ করতে হবে। পিন কোড সংগ্রহ করার পর নিচের ছবির মত সব কিছু পূরণ করতে হবে।
তারপর আপনাকে Start Exam বাটনে ক্লিক করতে হবে।
এখন আপনার পরীক্ষা শুরু। মোট ৫০টি প্রশ্ন থাকবে যার উত্তর দিলে আপনি সংগ্রহ করতে পারবেন ৫০ মার্ক ৩০মিনিটের মধ্যে।
হয়ে গেলে নিচের মত একটি মেসেজ দেখাবে। ওকে বাটন চাপতে হবে।
তাহলেই পেয়ে যাবেন আপনার ফলাফল তথা সার্টিফিকেট।
H.S.C. র ক্ষেত্রে সমস্যা দিতে পারে সম্ভবত সাইটটির কাজ চলছে। সমস্যা হলে জানাবেন সময়ের কারণে আর লিখলাম না।ধন্যবাদ সবাইকে।
সাইট ঃ http://www.mcqexambd.com/
সূত্র ঃ http://techtunes.com.bd/reports/tune-id/62479/