টপিকঃ কারিগরি শিক্ষা বোর্ডের ০৩,০৪,০৫ মার্চের পরীক্ষা স্থগিত ।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০১৩ সনের এস এসসি (ভোকেশনাল),দাখিল(ভোকেশনাল) ফাইনাল পরীক্ষা,কৃষি ডিপ্লোমা এবং ডিপ্লোমা-ইন-ইনঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আগামী ০৩,০৪,০৫ মার্চ ২০১৩ তারিখের পরীক্ষা অনিবার্য কারন বশত স্থগিত করা হয়েছে ।