টপিকঃ তারা মানুষ মেরেই যাবে আর আমরা মরতে থাকবো
পরিবহন এর জন্ম, মানুষের কল্যাণের জন্য?
বাসের ভিতরে মানুষ বসে এক স্থান থেকে অন্য এস্থানে যাবার জন্য,
আর তারা চাকায় মানুষ্ পিষ্ট করে ইহকাল থেকে পরকালে পাঠানোর
দায়িত্ব পালন করছে ...............আগামীতে যদি কেউ কাহাকেও জিজ্ঞাসা করে , পরিবহনের কাজ কি , তবে বলবেন?
তারা চাকায় মানুষ্ পিষ্ট করে ইহকাল থেকে পরকালে পাঠানোর
দায়িত্ব পালন করছে
প্রশাসনের যাদের দেখার কথা : তারাওতো কয়েটি গাড়ির মালিক , ড্রাইভারদের বিরুদ্ধে আইন কিভাবে পাস্ করে?
প্রশাসনের যাদের রোধ করার কথা : তারাওতো কয়েটি গাড়ির মালিক , ড্রাইভারদের বিরুদ্ধে কিভাবে কথা বলে?
যাদের দায়িত্ব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া: তারাওতো কয়েটি গাড়ির মালিক , ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা কিভাবে নেয়??
যারা আইন তৈরী করে, প্রশাসন চালায় - তারা তা সন্তানরা চলে আধুনিক গাড়িতে , সামনে পিছে দারোয়ান গার্ড , আর অনেকের সন্তান দেশের বাইরে
সুতারং
তারা মানুষ মেরেই যাবে আর আমরা মরতে থাকবো?