টপিকঃ প্রথম বর্ষর ছাত্র আদনানের হত্যার প্রতিবাদে এলাকায় মানব বন্ধন
সেন্ট জোসেফ কলেজের প্রথম বর্ষর ছাত্র আদনান তাসিন গত ১১ই ফেব্রুয়ারি কলেজ থেকে বাসায় ফেরার পথে বিমান বন্দর সড়কে জোয়ার সাহারা বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময়য়ে দ্রুত গতিতে ঘাতক বাস তাকে খুন করে, তার নির্মম হত্যার প্রতিবাদে এলাকাম মানব বন্ধন
ঢাকা বিমান বন্দর এলাকায়- জোয়ার সাহারা এলাকাবাসি ৩রা মার্চ ২০১৯ , সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত বিমান বন্দর সড়ক জোয়ার সাহারা বাস স্টপে শান্তিপূর্ণ জনবান্ধব - #মানববন্ধন - প্রতিবাদের আয়োজন করেছেন, আপনাদের উপস্থিতি আসা করছি এবং ওই দিন সকল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণকালপতাকা - জনবান্ধব - মানব বন্ধন আয়োজন করার জন্য অনুরধ করছি!