টপিকঃ হতভাগা আদনান তাসিন !!
ইদানিং সাম্প্রতিক সড়কে দুর্ঘটনার নামে হত্যা নৈরাজ্য দেখে আতঙ্কিত ছিল আমার আদরের সন্তান আদনান তাসিন। সর্বশেষ(১০ ফেব্রুয়ারি রাত ১১টা প্রায়) আমার সাথে রাতের খাবার খেতে বসে বলেছিল, 'আব্বু তুমি তো ফেইসবুকে লেখালেখি কর, সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য কিছু লিখতে পারো না।'
তখন চুপ করে শুধু কথাগুলো শুনেছিলাম।
তারপর সব ঠিকই চলছিল। সকালে আদনান কলেজে গেল। তবে, কলেজ থেকে বাসায় ফেরার পথে বিমান বন্দর সড়কে জোয়ার সাহারা(শেওড়া) বাস স্ট্যান্ডে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় একটা দ্রুত গতিতে ঘাতক বাস পিষে দিল এক রাশ স্বপ্নকে।
আন্দোলন না হওয়া র কারনে এখনও বিচার পাইনি !!
কি অপরাধ ছিল তার? তাকে কেন বাঁচতে দিলনা? কেন চিকিৎসা পেলনা? কেন শেষ সময়ে মা বাবাকেও দেখলনা ,
শেষে তার ঘাতকদের ধরা হলনা , তার এই মর্মান্তিক মৃত্যু তার সহপাঠী ও #সেন্ট_জোসেফ কলেজ এর প্রশাসন শিক্ষকদের মনে দাগ কাটেনি - কোন প্রতিবাদ করেনি - হত্যাকারীর বিচার দাবি করেনি , কোন মিডিয়া তার মৃত্যুর সংবাদ পরিবেষণ করেনি , তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান #বারিধারা_স্কলার'স
যেখানে সে প্লে গ্রুপ থেকে এস এস সি ২০১৮ পর্যন্ত - ১৩ বছর অধ্যায়ন করে তারাও, শোক প্রকাশ করেনি
সংবাদটি পড়ুন ও মন্তব্য করুন
https://www.prothomalo.com/bangladesh/a … yYhod0EcU0