টপিকঃ এসএসসি এর ফলাফল নিয়ে কনফিউশন থাকলে তা কিভাবে সমাধান করা যায়।
সবাই তো জানেন গতকাল এস এস সি পরীক্ষার ফলাফল দিল। কিন্তু ঘটনা হলো ফলাফল নিয়ে কারো পৌস মাস আবার কারো সর্বনাশ। কারন অনেকে যা আশা করেছে তার বিপরীত ঘটেছে। যারা ভালো কিছু আশা করেছিল কিন্তু হিতে বিপরীত ঘটেছে তারা তো প্রায় পাগল হারা। অনেকে এ ব্যাপারে জানতে চাচ্ছে কিভাবে এর সমাধান বের করা যায়। বোর্ডে কিভাবে এ ব্যাপারে চ্যালেঞ্জ্ করা যায়। আমার তো ভালো সদুত্তর জানা নাই। কেউ কি এ ব্যাপারে যথাযথ উত্তর দিয়ে সহযোগিতা করবেন। উত্তর এর আশায় বসে আছি।