টপিকঃ Want Justice for ADNAN TASIN
ঢাকা বিমান বন্দর এলাকায়- জোয়ার সাহারা এলাকাবাসি ৩রা মার্চ ২০১৯ , সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত বিমান বন্দর সড়ক জোয়ার সাহারা বাস স্টপে শান্তিপূর্ণ জনবান্ধব - #মানববন্ধন - প্রতিবাদের আয়োজন করেছেন, আপনাদের উপস্থিতি আসা করছি এবং ওই দিন সকল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণকালপতাকা - জনবান্ধব - মানব বন্ধন আয়োজন করার জন্য অনুরধ করছি!
আমার ছেলে আদনান তাসিন কলেজ থেকে ফেরার পথে বিমান বন্দর সড়কে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবার সময়ী দ্রুত গতিতে ব্রাহ্মণবাড়িয়া হায়না বাস তাকে খূন করে ( উত্তরা পরিবহন ঢাকা মেট্রো ব ১১-৪৫৮৪ , আমি গত ২ বছর শয্যাশায়ী GBS ভাইরাসে আমি ২ পা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী , এখন আমি দৌড়া দৌড়ী করতে পারিনা, আমি আমার ছেলের হত্যার বিচার কার কাছে চাইব? কোন মিডিয়া খবর প্রচার করেনি, কোন সহানুভূতি জানায়নি, কোন মামলা হয়নি, ঘাতক ধরার কোন প্রচেষ্টা নেই, তার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বা কলেজের কেউ প্রতিবাদ বা মানববন্ধন করেনি, কেউ দুঃখ প্রকাশ করেনি, জীবনের সব টুকু সময় দিয়ে পরিশ্রম মেধা দিয়ে দেশের জন্য মূল্যবান বৈদেশিক মূদ্রা অর্জনে কাজ করেছি, আজ ২ বছর ধরে আমি শয্যাশায় প্যারালাইসিস জিবিএস ভাইরাস এ, তার উপর আমার র ছেলে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে খূন হলো, সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলো ও খেলাধুলা য় সে প্রচুর দক্ষতা ও ম্যাডেল, ট্রফি অর্জন করে,
আদনান তাসিন, বারিধারা স্কলার্স থেকে ২০১৮ সালে ইংলিশ ভার্সন সায়েন্স থেকে জিপিএ৫ পেয়ে এস এস সি পাশ করে, সে সেন্ট যোসেফ কলেজে একদশ শ্রেনীতে ভর্তি হয়, আগে বিমান বন্দরের এই স্থানে ফুটোওভার ব্রীজ ছিলো, বিকল্প ব্যবস্থা না করে তা সরিয়ে ফেলে