টপিকঃ ৪৯তম স্বাধীনতা দিবস
১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিলেন বীর বঙ্গসন্তান। ৪৯ বছর আগে ২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিকে চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকা-সহ সারা দেশে অপারেশন সার্চ লাইট নামে নৃশংস সামরিক অভিযানে গণহত্যা সংগঠিত করে।
স্বাধীনতার অভিনন্দন।
হাইলাইটস
বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
যে কোনও মূল্যে তিনি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বঙ্গবন্ধুর সেই বাণী ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়া হয়।
সুত্রঃ https:2ahUKEwiltsaH757hAhVYVH0KHdw_BMsQxfQBMAF6BAgEEAM&url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fbangladesh-news%2Fbangladesh-observes-49th-independence-day%2Farticleshow%2F68570103.cms&usg=AOvVaw07wHDp2VxvzSmyT1yAFL-l