টপিকঃ ব্রেকিং নিউজ - দাখিল/ এস.এস.সি/ সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে
দাখিল/ এস.এস.সি/ সমমান পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। নতুন কোন ডিসিশান না এলে ইনশাআল্লাহ আগামী ৯/১০ মে দাখিল/ এস.এস.সি/ সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, ৯৯% সিউর।
>> যারা পরীক্ষা দিছিলেন, তারা মিষ্টি নিয়া অতি শীঘ্র রেডি হইয়্যা যান। চাইলে আমাকে অগ্রিমও পাঠাতে পারেন, কুনো প্রবলেম নাই।
সূত্রঃ- এক্কেবারে খুব বেশী প্রয়োজন হলে গোবা দিয়েন, সূত্র জানান দিমু।