টপিকঃ নাবালক অবুঝ শিশু তাসিনকে হত্যা
মুখে মূখে সবাই আপন কিন্ত বাস্তবে?
ছোট্ট আদরের নিস্পাপ ছেলেটাকে প্রকাশ্য রাস্তায় ১১ই ফেব্রুয়ারি বেলা ২ টায়, এয়ার পোর্ট রোড়ের জোয়ার সাহারা এলাকায়, ঘাতক হায়না বাস খুন করলো, সে যখন বাসষ্ট্যান্ড জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল, খুনিরা খূন করে দাঁত বের করে উল্লাস করে, কারন তাদের সন্তান তো এই ভাবে মরেনি মরেছে আমাদের সন্তান,
আর এক ই স্থানে যখন @রমিজ উদ্দিন কলেজের ছাত্র খুন হয় তখন আকাশ বাতাস ভারি হয়ে যায় আশ্বাস দেয়া হয় অনেক
এখানে দীর্ঘ দিনের ফুটোওভার ব্রিজ ছিলো কোন বিকল্প ব্যবস্থা না করে ফুটোওভার ব্রিজ সরিয়ছ ফেলে, পুনস্থাপনের জন্য আমি বহু লেখা লেখি করেও কর্তৃপক্ষ র মন গলাতে পারিনি
আর যখন আমার বুক খালি করে আমার নিস্পাপ অবুঝ শিশু টিকে হত্যা করা হয়, তখন সবাই নিরব,
কোন প্রতিবাদ নেই
কোন অনুশোচনা নেই
কোন মানব বন্ধন নেই
কোন পত্রিকা তার খুনের খবর ছাপা নি
কোন টিভি তার খবর প্রচার করেনি
এমনকি আমার ছেলে যে কলেজে পড়তো সেন্ট যোসেফ কলেজ St Jhons Higher Secondary School, St Jhon's High School তার সহ পাঠকরা নুন্যতম সহানুভূতি দেখায়নি, তাদের সহপাঠি তার মৃত্যুতে তাদের তাদের মনে সামান্যতম বেতনা বা দাগ কাটেনি, তাদের হ্নদয় বলে কিছু আছে কিনা আমি জানিনা, আমি সালাম জানাই রমিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী দের, তারা পরিচয় দিয়েছে তাদের ভিতরে হ্নদয় আছে সহ পাঠিদের মৃত্যুতে তারা ভীতুর মত ভয়ে খাটের নিচে ঢুকে পড়েনি ,
সহপাঠির খূন হত্যা দেখেও যে সহপাঠিদের হ্রদয়ে এতটুকু কষ্ট লাগেনি, এতে পরিবহন হায়নারা পরিবহন শুয়রের বাচ্চা যা কাল আরো সহ পাখিদের খূন করবে, সুতারাং
এই সব গাড়ি চালক সালার পুতদের গুলি করা উচিত,দেশের মএির ছেলে নেতার ছেলেরা এ দেশে থাকেনা তাই তাদের কছে বিচারও পাবে না, আর গোপাল ভাঁড় যা ভাঁড়ামি করেই চলছে, মরছে মানুষ আর ভাঁড় আর হিজরা ভাঁড়ামি করে
তাদের সন্তানদের কেন সড়কে এমন ভাবে খুন হতে হয়না, কেন? তারা আমাদেরকে আদৌ মানুষ মনে করেনা, আমাদের কষ্টে তারা হিজরা ও ভাঁড় এর মত ভাঁড়ামি করে,
আর আমরা যারা সন্তান হারাচ্ছি প্রতিনিয়ত তাদের " সান্তনা" নেই, আমরা সন্তান হারিয়ে ভয়ে প্রতিবাদ করতে পারিনা, আইন করা উচিত খুনের বদলে খূন ,
আমরা যারা সন্তান বা আপনজন হারাচ্ছি তাদের নিচে হাত দিয়ে দেখা দরকার ধন্যবাদ আছে কিনা?
হাতদিয়ে দেখুন
আজ আমি সন্তান হারিয়ছি কাঁদছি, কাল আপনার সন্তানের লাশ নিয়ে আপনাকে কাঁদতে হবে
এলাকায় এত মানুষ থাকার প্রো কিভাবে, বিকল্প ব্যাবস্থা না করে ফুটোওভারব্রিজ সরিয়ে নিলো? মরলে মরবে আমাদের আপনজন তাদের কি?
ফুটোওভার ব্রিজ ছিলো সেখানে বিকল্প ব্যাবস্থা না নিয়ে তার সরিয়ে দিলো, এই রাস্তা দিয়ে প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ, নারি শিশু স্কুলে যায় শিক্ষার্থী, এই এলাকায় আছে , হাজার অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, আবাসিক এলাকা, হাসপাতাল
বারিধারা, ঢাকা
বারিধারা ডিওএইচএস
Bsi Baridhara
Baridhara Scholars' International School and College - BSISC
@জোয়ারসাহারা বাজার
@নিউলাইট স্কুল
@নিউ লাইফ স্কুল
@প্রাইম স্কুল
@জসিম উদ্বিগ্ন ইনষ্টিটিউটের
@pionior dental collage
@১৭ ওয়ার্ড
@১৮ ওয়ার্ড
@গুলশান কলেজ
United Hospital Limited
যমুনা ফিউচার পার্ক
Basundhara Abashik Elaka, Dhaka, Bangladesh
আরো অনেক প্রতিষ্ঠান
আসুন সময় থাকতে নিজের সন্তানের বাঁচাতে সজাগ হোন