টপিকঃ অনেক হয়েছে এবার - সড়কে মৃত্যু থামান !!
আমার ছেলে অবুঝ স্মেহের ছোট ছেলে আদনান #তাসিনকে হায়নারা (পরিবহন) নির্মম ভাবে খুন করেছে, আমি একজন সন্তান হারা পিতা হিসাবে সকল সচেতন ও বিবেকবান মানুষের কাছে এর কাছে তার সুবিচার প্রার্থী , আজ আমার ছেলেকে তারা খুন করেছে , কাল তারা আপনার সন্তান কে খূন করবে !!
প্রশাষন সহ দায়িত্ব প্রাপ্তরা খুন হত্যা দেখে অট্টোহাসি হাসে, তামাশা করে, তারা ভাঁড় এর ভূমিকা পালন করে,
আরে মরলে আমরা মরছি, আমাদের সন্তান মরছে, তাদের কি? তারা তো " গোপাল ভাঁড়" এর ভূমিকায়
সময় থাকতে, এই হত্যা আর মৃত্যু থামান, এখনো সময় আছে !
আজ আমার বুক ফেটে যাচ্ছে সন্তান সরানোর যন্ত্রনায়, কাল আমাকে ও হয়ত কাঁদতে হবে, তখন আর সময় থাকবে না,
সন্তানন হারাবেন আপনি আর ভাঁড় ওয়াদালা ভাঁডমি করবে"
আমার ছোট্ট আদরের নিস্পাপ ছেলেটাকে প্রকাশ্য রাস্তায় ১১ই ফেব্রুয়ারি বেলা ২ টায়, এয়ার পোর্ট রোড়ের জোয়ার সাহারা এলাকায়, ঘাতক হায়না বাস খুন করলো, সে যখন বাসষ্ট্যান্ড জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল, খুনিরা খূন করে দাঁত বের করে উল্লাস করে, কারন তাদের সন্তান তো এই ভাবে মরেনি মরেছে আমাদের সন্তান,
আর এক ই স্থানে যখন @রমিজ উদ্দিন কলেজের ছাত্র খুন হয় তখন আকাশ বাতাস ভারি হয়ে যায় আশ্বাস দেয়া হয় অনেক
এখানে দীর্ঘ দিনের ফুটোওভার ব্রিজ ছিলো কোন বিকল্প ব্যবস্থা না করে ফুটোওভার ব্রিজ সরিয়ছ ফেলে, পুনস্থাপনের জন্য আমি বহু লেখা লেখি করেও কর্তৃপক্ষ র মন গলাতে পারিনি -
রাস্তায় সাদা রং করে দিলেও কোন ট্রাফিক নাই , কন স্প্রিতবেকার নাই, কন লাইট নাই !!