টপিকঃ কাজরী (বর্ষার গান)

ছলছল জল
মেঘলা বাদল
ঝড়ো হাওয়া বনে ফুলেদের দল
কেয়াবনে ঢল
পাতা টলমল
জলে ভাসে গান আকাশে কাজল


...

(২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫ই ফাল্গুন ১৪২৫
শুধু যে জিনিস গুলো বারান্দায় আজ বৃষ্টিতে আমার চোখে পড়লো, সেটুকু নিয়েই লিখে ফেললাম)

তোমরা যেখানে সাধ চলে যাও — আমি এই বাংলার পাড়ে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখ  -                (জীবনানন্দ দাশ)

Re: কাজরী (বর্ষার গান)

সুন্দর হয়েছে ।

Re: কাজরী (বর্ষার গান)

সুন্দর

নামায সবার উপর ফরয করা হয়েছে