টপিকঃ মানুষ রাস্তা পারাপার হয় জীবন হাতে রেখে
বর্তমান সময়ের সবচেয়ে বেশি দূর্ঘটনায় মৃত্যু হয় সড়কে। সড়ক দূর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। এর কোন বিচার হচ্ছে না। তাই সবার উচিত এখনই সোচ্চার হওয়া
হটাত করে রাতের আঁধারে বিমান বন্দর সড়কে শেওড়া বাস স্টপ এ পথচারী পারাপারের কোন বিকল্প না করে ফুটওভার ব্রিজ টি সরিয়ে নেয়,
জোয়ার সাহারা বাস স্টপ রাস্তায় সাদা রং করে দেয়ায় মানুষ তাকে জেব্রা ক্রসিং ভাবে , সামনে পিছে কোন স্পীড ব্রেকার নাই , কোন ট্রাফিক নাই , কোন ট্রাফিক লাইট নাই, মানুষ রাস্তা পারাপার হয় জীবন হাতে রেখে!
এলাকা আছে সর্ব বৃহৎ বাজার , গার্মেন্টস , আবাসিক এলাকা , হাসপাতাল , স্কুল
আমি আমার ছেলে অবুঝ স্মেহের স্তআদনান #তাসিনকে ঘাতক (পরিবহন) নির্মম ভাবে খুন করেছে, আমি একজন সন্তান হারা পিতা হিসাবে সকল সচেতন ও বিবেকবান মানুষের কাছে এর কাছে তার সুবিচার প্রার্থী , আজ আমার ছেলেকে তারা খুন করেছে , কাল তারা আপনার সন্তান কে খূন করবে !!
প্রশাষন সহ দায়িত্ব প্রাপ্তরা খুন হত্যা দেখে অট্টোহাসি হাসে, তামাশা করে, তারা ভাঁড় এর ভূমিকা পালন করে,
আরে মরলে আমরা মরছি, আমাদের সন্তান মরছে, তাদের কি? তারা তো " গোপাল ভাঁড়" এর ভূমিকায়
সময় থাকতে, এই হত্যা আর মৃত্যু থামান, এখনো সময় আছে !
আজ আমার বুক ফেটে যাচ্ছে সন্তান সরানোর যন্ত্রনায়, কাল আমাকে ও হয়ত কাঁদতে হবে, তখন আর সময় থাকবে না,
সন্তানন হারাবেন আপনি আর ভাঁড় ওয়াদালা ভাঁডমি করবে"
জেনন জিহান ইলিয়াস কাঞ্চন/নিরাপদ নিউজ নিরাপদ সড়ক চাই বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি