টপিকঃ উর্দু আর হিন্দি সম্ভবত একই ভাষা
আমার কাছে এই দুটিকে একই ভাষাই মনে হয়। ভারতীয় আর পাকিস্তানিরা যখন কথা বলে এদের কোন সমস্যা হয় না। হিন্দুস্থানী ভাষার দুটি রূপ হচ্ছে এই দুটি ভাষা। মহাত্মা গান্ধী নাকি একসময় হিন্দুস্থানী ভাষায় কথা বলতেন হিন্দু-মুসলিম সম্পীতির জন্য। একটি ভাষা দেবনাগরি লিপিতে লেখা হয়, আরেকটি লেখা হয় আরবি লিপিতে। একটিতে সংস্কৃত শব্দ বেশী, অন্যটায় আরবি-ফার্সি। হিন্দি ভাষা আর উর্দু ভাষার অন্য কোন পার্থক্য আপনাদের জানা আছে কি?