টপিকঃ জেলে প্রেমী

জেলে প্রেমী

লেখক-গিনি

জাল ফেলে জেলেনি কি রূপালী মাছ পেলি,
মোর মন খানি নিলি কেঁড়ে নিলি।
তোর মৃদু খিল খিল, বাঁকা তনু,
কি জালে বেঁধেছে তা কেমন বোঝাবো, জানু।

অতি ভোরে কেন আমি ঘুরি তোর
ডিঙ্গির এধার ওধার,
তা যদি জানিতি এক বার।

ঐ রূপার মতস দলে ,
করে মোর প্রাণ ছট পট,
শুধু তোর ছোঁয়া চায়,
কবে যে হবে সে তট!

ফেল তোর জাল ফেল ,
এবার আমার মন সাগরে,
সে জালে গাঁথবে শত,
এ মনের রূপার নাগরে।

Re: জেলে প্রেমী

সুন্দর।

নামায সবার উপর ফরয করা হয়েছে

Re: জেলে প্রেমী

ভাল হয়েছে ।