টপিকঃ গোলাপের বিনিময়ে
গোলাপের বিনিময়ে
লক্ষ্মণ ভাণ্ডারী
গোলাপ দিবস আজি জানে সর্বজনে,
প্রেমের গোলাপ ফুটে হৃদয় কাননে।
গোলাপের ভালবাসা ব্যর্থ নাহি হয়,
ভালবাসা করে জয়, সবার হৃদয়।
গোলাপের বিনিময়ে প্রীতির বন্ধন,
শুভেচ্ছার বিনিময়ে প্রফুল্লিত মন।
ভালবেসে কর যদি গোলাপ প্রদান,
দিনে দিনে বৃদ্ধি হয়, অর্থ যশ মান।
করিলে গোলাপ দান ভালবাসা হয়,
মিলেমিশে থাকে দুটি অভিন্ন হৃদয়।
হৃদয়ের ভালবাসা পবিত্র গোলাপ,
গোলাপ প্রদানে তাই নাহি হয় পাপ।
ভালবাসা মূল্য দিয়ে কেনা নাহি যায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।