টপিকঃ প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

কলেজে পড়ার থেকে প্রাইভেট ইউনিভার্সিটি তে পড়া নাকি অনেক ভাল। তাই প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছি। কিন্তু কোনটা ভাল হবে বুঝতে পারছি না। আসলে সামর্থের মধ্যে ভর্তি হতে চাচ্ছি,  থাকা খাওয়া আর পড়াশুনা দিয়ে ৭-৮লাখ খরচ করার মত সামর্থ আছে আর টেনেটুনে ৯লাখ হবে টোটাল।
Ahsanullah তে শুনলাম GPA 5 ছাড়া নাকি ভর্তি নেয় না তাই পিছু টানলাম।
East West ৬+লাখ লাগবে তাই এটাও পিছু টানলাম। আর কোনটায় কত লাগবে খুজে পাচ্ছি না কেউ একটু সাহায্য করবেন প্লিজ। আমি কমার্স এর ছাত্র তাই BBA করতে ইচ্ছুক।
একটু তাড়াতাড়ি সাহায্য চাই কারন ভর্তির  ডেট চলে গেলে আবার ১ বছর অপেক্ষা করতে হবে। আসলে ইসলামিক ইউনিভার্সিটি তে পরিক্ষা দিতে গিয়ে দেরি হয়ে গেল।

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

কোন সাবজেক্ট? আমার জানামতে ভালোর মধ্যে ইস্টওয়েস্ট তুলনামূলক কম দাম।

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

সর্বশেষ সম্পাদনা করেছেন সীমান্ত ঈগল (মেহেদী) (২৩-১১-২০১৫ ১৫:৫৭)

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

পরিপূরক তথ্য:
ভর্তি না হলে ১ বছর মিস হবে না।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগেই বছরে ৩টা সেমিস্টার, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বছরে দুইটা সেমিস্টার। সব সেমিস্টারেই ভর্তি নেয়। কাজেই এক সেমিস্টার মিস হলে ৪ মাস পরেই আরেকটা সেমিস্টার পাবেন।

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন নিনজা (০৬-১২-২০১৫ ০৮:২৬)

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

আমাদের জেলার রাজবাড়ী সরকারী কলেজে একাউন্টিং এ চান্স হয়েছে। আমাদের পাংশা সরকারী কলেজে ইচ্ছা করেই এডমিশন দিইনি কারন শুনলাম পাংশা থেকে নাকি রাজবাড়ী ভাল। যাইহোক তো এখন আমি কি করতে পারি?? এক ছেলে আমাকে বলতেছে ASA university আবার আরেকজন বলতেছে East West এ ভর্তি হওয়ার কথা আবার ক্লাসফ্রেন্ড বলতেছে Asian University তে ভর্তি হওয়ার কথা যাতে এক জায়গায় পড়তে পারি।। আর বাড়ীর পাশের একজন বলতেছে যদি ইচ্ছা করে ঠুকঠাক করে পড়ে টুকিটাকি চাকরি করে বউ ছেলেপুলে নিয়ে আরামে থাকবো তাহলে জাতীয়তেই থাকতে পারিস আর যদি মনে করিস ভাল মত পড়ে ভাল কিছু করবো তাহলে প্রাইভেটে ভর্তি হতে পারিস আর প্রাইভেট থেকে ভাল কিছু করতে হলে অবশ্যই অনেক অনেক ভাল করে পড়তে হবে। কি করবো? তারপরে আমার এক মামার কাছে ফোন দিলাম উনি বলতেছে জাতীয়তে থাকার কথা।যদি জাতীয়তে চান্স না হইতো তাহলে এক কথা ছিল।  এখন কি করবো বুঝতে পারছি না।
আসলে আমাদের এখানে ২টা ছেলের কলেজে পড়া দেখতেছি আমার জন্মের পরে থেকেই এখন তারা কলেজেও পড়ে আবার সমিতি করে সাথে কয়েকদিন দেখলাম পুকুর ভাড়া নিয়ে মাছের চাষ করতে তাই ভয় লাগে তাদের মত যদি অবস্থ্যা হয় তাহলে নিতান্তই খারাপ হবে আরর তারা যখন কলেজে পড়ে শুরু করছিল তখন পাংশা কলেজ বেসরকারী ছিল এবং সরকারী হইছে মাত্র ২মাস হলো। আর ওই ২ ছেলে কয়েক জায়গায় চাকুরির এপ্লাই দিছে তাতে কোন ফল হয়নি। আর বিশেষ করে যদি প্রাইভেটে পড়ার পরে যদি চাকরি করতে গিয়ে আরো ৬-৭ লাখ টাকা লাগে তাহলে তো আরো খারাপ অবস্থ্যা হবে।
প্লিজ কেউ একটু সাজেস্ট করুন, আসলে কিছু একটা করতে চাই, এসব মাছের ব্যাবসা করার কোন ইচ্ছা নেই আমার

সর্বশেষ সম্পাদনা করেছেন নিনজা (০৬-১২-২০১৫ ২১:০৫)

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

তাহলে আমি জাতীয়তেই ভর্তি হচ্ছি কিন্তু। আজকে চুরান্ত সিদ্ধান্ত নিলাম। সব্বাই একই কথাই বলতেছে প্রাইভেট ইউনি আর জাতীয় এর সার্টিফিকেটের মূল্য একই, তাই শুধু শুধু এত গুলো টাকা খরচ করার দরকার নাই। আর জাতীয়তে ভাল করে পড়াশুনা করলেই নাকি সফলতা আসবে । কিন্তু এটা বুঝতে পারছিনা সাবজেক্ট একাউন্টিং ভাল হবে না ম্যানেজমেন্ট ভাল হবে??? BBA করবো না অন্য কিছু করলে ভাল হবে ।

আপনাদের উপড় ভরশা করে এইমাত্র এডমিশন ফরম পূরন করলাম। smile smile

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

রাবনে বানাদি ভুড়ি :-(

১০

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

১১

Re: প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে

নামায সবার উপর ফরয করা হয়েছে