টপিকঃ প্রাইভেট ইউনিভার্সিটি তে ভর্তি হতে ইচ্ছুক। সাহায্য লাগবে
কলেজে পড়ার থেকে প্রাইভেট ইউনিভার্সিটি তে পড়া নাকি অনেক ভাল। তাই প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছি। কিন্তু কোনটা ভাল হবে বুঝতে পারছি না। আসলে সামর্থের মধ্যে ভর্তি হতে চাচ্ছি, থাকা খাওয়া আর পড়াশুনা দিয়ে ৭-৮লাখ খরচ করার মত সামর্থ আছে আর টেনেটুনে ৯লাখ হবে টোটাল।
Ahsanullah তে শুনলাম GPA 5 ছাড়া নাকি ভর্তি নেয় না তাই পিছু টানলাম।
East West ৬+লাখ লাগবে তাই এটাও পিছু টানলাম। আর কোনটায় কত লাগবে খুজে পাচ্ছি না কেউ একটু সাহায্য করবেন প্লিজ। আমি কমার্স এর ছাত্র তাই BBA করতে ইচ্ছুক।
একটু তাড়াতাড়ি সাহায্য চাই কারন ভর্তির ডেট চলে গেলে আবার ১ বছর অপেক্ষা করতে হবে। আসলে ইসলামিক ইউনিভার্সিটি তে পরিক্ষা দিতে গিয়ে দেরি হয়ে গেল।