টপিকঃ এদের কি সাজা হওয়া উচিৎ ?
রাজধানীর অভিজাত ফুডকোর্টে ভেজাল!
যমুনা ফিউচার পার্কের ফুড কর্নারে সোমবার অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অপরিস্কার ও পরিচ্ছন্ন পরিবেশে বাসী ও পঁচা খাবার বিক্রি ও রাখার অভিযোগে ৩টিকে সিলগালা ও একই অভিযোগে অন্তত ১০টি রেস্টুরেন্টকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
http://www.facebook.com/banglabreakingn … 223767518/
এইসব হায়নাদেরকে মাথা ন্যাড়া করে মাথায় গোবর লাগিয়ে টিভি / মিডিয়া এর মাধ্যমে তাদের আন্তিয় স্বজন পরিবারের সদস্য সহ তাদেরকে দেশবাসীকে দেখানো দরকার , তবেই হায়নার দল এইসব করতে সাহস পাবে না
এইসব হায়নাদের জরিমানা করলে তারা খুশী , কারন এই জরিমানার টাকাটা তারা তো পাবলিকের পকেট থেকে নিবে !!