টপিকঃ একত্রে ৪০ জনকে কিছু সময়ের জন্য নেট শেয়ার দিতে চাই
ধরুন একটি ক্লাসে ৪০ জন ছাত্র আছে। কিন্তু সেখানে ওয়াইফাই নাই। আমি চাই সকলেই যাঁর যাঁর ফোনে ক্লাসের সময়ে নেট শেয়ায় পাক। (অনলাইনে টেস্ট নেব)
আমার নিজের ফোনের ডেটা কানেকশন থেকে হটস্পট করে দিলে সর্বোচ্চ ১০টি কানেকশন দিতে পারে। কিন্তু আমার দরকার ৪০।
সমাধানে একটা অপশন হতে পারে ৪টি ফোনে ডেটা (১দিনে ১ জিবি টাইপের অফার) নিয়ে ৪টা হটস্পট তৈরী করা। এটা খুবই সম্ভব।
অন্য অপশন হিসেবে যেটা জানতে চাচ্ছি সেটা হল, আমার দেয়া হটস্পটে কানেক্টেড হয়ে তিনজন ছা্ত্র যদি তাদের ফোন থেকেও হটস্পট চালু করে দেয় তাহলে ১০ + ৩০ = ৪০ জনেরই আমার ডেটা ব্যবহার করা সম্ভব কি না? আমি নিজেই পরীক্ষা করে দেখতে পারি, কিন্তু আগে থেকে জানা থাকলে শান্তি লাগতো।