টপিকঃ জীবন মরণ পারে

জীবন মরণ পারে

লেখক-গিনি

এসেছি আজি প্রেম কানন কুঞ্জে,
হেথা মধু বাস ভরা অমৃত রস সিঞ্চে।
আকণ্ঠ পান পরি চিত্ত অতৃপ্ত তবু,
এমন নেশা মাখা কে পারে ছাড়িতে কভু!
এ মালঞ্চে হয় না আড়ি,
যদি ঘটে প্রেম তবে সে তারই।
আনন্দে মাতে হ্রদয় এ বাউলা মন,
এই বুঝি জীবন লক্ষ্য উদাসে প্রতিক্ষন।
রয়েছি কোন স্বর্গ বাসে গভীর অনুরাগে,
এর মাঝে নেই বিভাগ জীবন মরণ।

Re: জীবন মরণ পারে

সুন্দর

Re: জীবন মরণ পারে

সুন্দর হয়েছে।

নামায সবার উপর ফরয করা হয়েছে