টপিকঃ ইতিহাস

ইতিহাস
গিনি

এই ত সেই বারান্দা।
এখানেই নিশিথে শুয়ে তারা দের ঝিলিমিলিতে মগ্ন হতাম।
চাটায়ে মাথা রেখে কত কবিতা  ভেবেছিলাম।
হয়ত ঠাণ্ডা হাওয়া কখন বয়েছে শিন শিন,
কস্তূরী গন্ধ ছিল ছড়ান অন্তহীন।
চাদের আলোয়ে ডেকে ছিল অজানা পাখি,
প্রেমানন্দে মুদে ছিল আঁখি।

এসেছো হেথা, যে তার কত যুগ পরে,
ছাদ হীন ঘর গুলি আর ধসা সিঁড়ি চড়ে।
তাহলে পার যদি মনে মনে আঁক মোর সৌষ্ঠব,
ঝারবাতি, কাচের লণ্ঠন, বেতের মোড়া, ঢালাই লৌহ রেলিং  আঁক ছবি
পাড় যদি কেহ।
দেখ ঐ শুয়ে আছি হোথা,
বারান্দায়, যেখানে শুরকি  এখন ছোটা যথা।

আমি সেই অচেনা, অজানা কবি,
একদিন ছিলাম সত্য,
ছিলাম ভাবনার চোরাবালিতে নিমজ্জিত,
এখন ইতিহাসের মন গড়া রচনায় রঞ্জিত।

Re: ইতিহাস

সুন্দর হয়েছে।

নামায সবার উপর ফরয করা হয়েছে