টপিকঃ ভার
ভার
গিনি
পিতা বলে,
' ওরে , আর এ ভার বইতে না পারি!
এ ভার ত পাহাড় সমান ভারি।
কেমনে কতদূর লই তারই।'
কানে কানে বলে কেউ,
' তুমি ত পিতা সাহসী বৈ,
তোমার কাঁধে যে সন্তানের শব ঐ!
এর ওজন ভূমি থেকে স্বর্গ ছেড়ে উঁচা,
এ ভার শরীরে নয়,
রয়েছে মনে, যায় না তায়ে মুছা।
তোমায় বলার আর কিছু নাই,
শুধু তোমার এ ক্ষয়ের বিনিময়ে, প্রার্থনা,
যেন স্বর্গে হয় ঠাই,
শুধু এই চাই, শুধু এই চাই।