টপিকঃ ঘরানা গরবিনী
বিভাগ-কবিতা
কবিতার নাম-ঘরানা গরবিনী
রানা লেখক-গিনি
মেলা শেষের কুঁড়ে ঘর,
রাখে ছাপ তারই পর।
তেমনি এক ঘরানা বাটী ,
আজ রাজে সুর নিঃসঙ্গে পাটি।
নেই কেউ সেই সেকেলে গায়েন,
আছে হাবে ভাবে সকল বায়েন।
ধূলি পূর্ণ পারস্য শতরঞ্জি,
ধ্বংস যাওয়া সারেঙ্গ, সারদ, ব্যঞ্জ।
দেওয়ালে টাঙ্গানো হরিণ চর্ম,
খেয়ালী সুরের ধুন গোপনে মন রঞ্জ।
শত বর্ষীয় গর্বিণী মাতা,
কেদারায় এলায়ে খোলে খাতা,
ঘরানা যা ছিল সুধি জন নাতা,
রাখিবে সে উচ্চে শেষ চেষ্টা তার তা।
পরনে তার আজি মলিন বস্ত্র,
চরণে ছেঁড়া পাদুকা প্রস্থ,
ধরি উঁই খাওয়া পিতামহের লাঠি জমিদারি,
ক্ষীণ কণ্ঠে হুঙ্কারে, মারে শানে বাড়ি,
বুকে চির সুখ তার কি ঘরানা !
নীরব অট্টালিকায় একা,
তবু রয় উচ্ছাসে আপনি আপনা ।