Re: এলোমেলো ছবিগুলো (আপনার Random ফটো শেয়ারিং)
প্রকৃতির নিস্তবদ্ধতা!
লেক জর্জ সংলগ্ন একটা খাল, দুরে টাং মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। লোকালয় থেকে একটু ভেতরে হওয়ায় পুরো এলাকাটা একদম নীরব। বাতাস কম হওয়ায় পানি এবং গাছের নড়াচড়াও বন্ধ। মনে হয়েছে একটা বাধানো ছবির ভেতরে ঢুকে পরেছি। কাইয়াকে ভিজেযাবে ভেবে ক্যামেরা নেইনি... মোবাইলে তোলা ছবি।