সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃ আবুল কালাম আজাদ (১৬-০১-২০১৯ ১০:৫৪)

টপিকঃ প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

আজ ৯ বছর পর ফোরামে আসলাম। আমার রেজিষ্ট্রিকৃত ইমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারনে ৫/৬ বছর যাবত এক্সেস ছিলনা। ইমেইলের পাসওয়ার্ড রিকভারির পর ইমেইল চেক করে দেখলাম প্রজন্ম ফোরামে মেম্বার ছিলাম। এখানেও পাসওয়ার্ড রিকভারি করলাম। কিন্তু হাসি পাচ্ছে ৯ বছর আগে করা আমার পোষ্টগুলো দেখে। আরও হাসি পাচ্ছে, আমাকে যারা নেগেটিভ রেটিং দিয়েছিল তাদের প্রত্যেকের প্রোফাইল চেক করলাম, কেউ আর একটিভ নেই! ৩/৪/৫ বছর আগে তারা ইনএকটিভ হয়ে গেছে। হয়তো বা আমার মতো ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছে। আর রিকভারি করতে পারেনি!

দীর্ঘ ৯ বছরে নিশ্চয়ই প্রত্যেকের জীবনে অনেক উত্থান পতন গেছে। তবে ফোরাম, গ্রুপ এরকম সাইটের ১২টা বাজিয়ে দিয়েছে “ফেসবুক”। ফেসবুক আসার পরে যে কত নামি দামি সাইট গায়েব হয়ে গেছে, সে কথা আর নাই বললাম। এখন প্রত্যেকে সারা দিন ফেসবুকে পরে থাকে। লাইক না পেলে, কেউ কমেন্ট করলে মন খারাপ হয়ে যায়। আরো কতো কি!

যাই হোক, সবাই ভালো থাকবেন। পোষ্টটা করার কারন হচ্ছে উত্তর বিহীন টপিক সংখ্যা দেখলাম অসংখ্য! এতেই বোঝা যাচ্ছে ফোরামের কি হাল! তবুও পজিটিভ দিক হচ্ছে এতো চড়াই উৎরাইয়ের পরও যে প্রজন্ম ফোরাম প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে, সেটাই বা কম কিসে? এডমিন, ওউনারকে এজন্য তো ধন্যবাদ দিতেই হয়!

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

আপনাকে ধন্যবাদ এতদিন পরে ফিরে  আসায়। হাঁ, ফেইসবুক এর ঢেউয়ে অনেকেই  হারিয়ে গেছে, অনেক সাইট ও হারিয়ে গেছে। আমরা নাম সর্বস্ব টিকে আছি, আপাতত এইটাই খুশির বিষয়। হয়তো একদিন ফেইসবুক এ ভাটা পড়বে আর  প্রজন্মে ফিরে আসবে smile

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

স্বাগতম ভাই। আপনি সেই ডেসটিনি আজাদ না? ভাল আছেন? আসলে সময় আর ফেইসবুক সব কেড়ে নিয়েছে  lol অনেকদিন পর দেখে ভাল লাগল। আমরা কত সিলি বিষয়ে ঝগড়া করেছি! হা হা হা

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

সকলের একটু একটু পরিবর্তন আজ ফোরামে আড্ডা বিলিনের কারণ  kidding

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

নয় বছর পর ফোরামের জন্য ভালোবাসা নিয়ে আসার জন্য অভিনন্দন!

হ্যাঁ, অনেক নামি-দামী সাইট/ব্লগ কোথায় যেন হারিয়ে গেছে! কিছু নামী ব্লগের সেই জমজমাট আড্ডা, তর্ক-বিতর্কও এখন দেখা যায় না। তবুও তৃষ্ণার্ত যারা তারা ব্লগ বা ফোরামে আসবেই ভালোবাসার টানে!

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

কি খবর তোমাদের? মুড়ি খাবে নাকি?  lol lol

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

আছি  waiting waiting

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

১০

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

স্বাগতম ভাই।

নামায সবার উপর ফরয করা হয়েছে

১১

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

স্বাগতম আপনাকে অনেকদিন পর ফিরে আসায়। নিয়মিত না হলেও মাঝে মধ্যেই আমি আসি ফোরামে। পোস্ট বা কমেন্ট তেমন একটা না করা হলেও ভালবাসাটাই ফোরামে টেনে আনে নিজেকে।  smile

১২

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

আমি ছিলাম - এখন আছি ,

১৩

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)

নানান ব্যস্ততার মাঝে যেটুকু সময় পাই, তাতে ফেসবুক আর একটু বিনোদনের জন্য ইউটিউবে ঢুঁ মারা হয়। আমি আমার প্রোফাইল চেক করে দেখলাম ২৯/০৩/২০১৮ তে শেষ লগইন ছিল।  roll
একটা সময় এখানে অনেক সময় পার করেছি। একটু পরপর নতুন পোস্টে ক্লিক করতাম। সেই দিনগুলি কই গেল? (!)  whats_the_matter

ভাল থাকুক সব প্রাজন্মিক, ভাল থাকুক প্রজন্ম।  hug
একটা গেট টুগেদার করলে মন্দ হয় না।

আলহামদুলিল্লাহ!

১৪

Re: প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)