টপিকঃ প্রজন্ম ফোরামের সেই আড্ডাটা আজ আর নেই! (৯ বছর পর আসলাম!)
আজ ৯ বছর পর ফোরামে আসলাম। আমার রেজিষ্ট্রিকৃত ইমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারনে ৫/৬ বছর যাবত এক্সেস ছিলনা। ইমেইলের পাসওয়ার্ড রিকভারির পর ইমেইল চেক করে দেখলাম প্রজন্ম ফোরামে মেম্বার ছিলাম। এখানেও পাসওয়ার্ড রিকভারি করলাম। কিন্তু হাসি পাচ্ছে ৯ বছর আগে করা আমার পোষ্টগুলো দেখে। আরও হাসি পাচ্ছে, আমাকে যারা নেগেটিভ রেটিং দিয়েছিল তাদের প্রত্যেকের প্রোফাইল চেক করলাম, কেউ আর একটিভ নেই! ৩/৪/৫ বছর আগে তারা ইনএকটিভ হয়ে গেছে। হয়তো বা আমার মতো ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছে। আর রিকভারি করতে পারেনি!
দীর্ঘ ৯ বছরে নিশ্চয়ই প্রত্যেকের জীবনে অনেক উত্থান পতন গেছে। তবে ফোরাম, গ্রুপ এরকম সাইটের ১২টা বাজিয়ে দিয়েছে “ফেসবুক”। ফেসবুক আসার পরে যে কত নামি দামি সাইট গায়েব হয়ে গেছে, সে কথা আর নাই বললাম। এখন প্রত্যেকে সারা দিন ফেসবুকে পরে থাকে। লাইক না পেলে, কেউ কমেন্ট করলে মন খারাপ হয়ে যায়। আরো কতো কি!
যাই হোক, সবাই ভালো থাকবেন। পোষ্টটা করার কারন হচ্ছে উত্তর বিহীন টপিক সংখ্যা দেখলাম অসংখ্য! এতেই বোঝা যাচ্ছে ফোরামের কি হাল! তবুও পজিটিভ দিক হচ্ছে এতো চড়াই উৎরাইয়ের পরও যে প্রজন্ম ফোরাম প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে, সেটাই বা কম কিসে? এডমিন, ওউনারকে এজন্য তো ধন্যবাদ দিতেই হয়!