টপিকঃ শেষ অস্ত

শেষ অস্ত
গিনি
আসা যাওয়ার প্রহর ব্রহ্মাণ্ডে
প্রতি ক্ষনে ক্ষনে,
ছাড়াছাড়ির উন্মাদনা ঘিরে
শত জনে জনে।
পত্র অলক্ষ্যে ঝরে,
স্রোতস্বিনী হারায় জল
ঢেউ ভাঙ্গা করে।
মধু রাত কোথা গত,
দক্ষিণ হাওয়া ধাওয়ায় রত,
প্রাতের কিরণ দিনান্তে
আঁধার রুখিতে নারে।
কোথা হতে এলো,
কোথা গেল চলে,
রহস্যে ভরা মন!
কাহিনীর ব্যবধানে,
প্রশ্নের ঝাড়ি আনে,
সবশেষে সর্বহারা
যা সকল আপন।
আবার সে অস্ত যায়,
ভরে প্রাণ কল্পনায়,
এ পারের এ জগতে,
হয়তো ওপারে জীবন জাগায়,
দূরে ঐ হ্রদয় হরায়,
নতুনের বুকে আনন্দে মাতায়,
নব উচ্ছাসে স্বাগতে।