টপিকঃ লাকী আখন্দের একটি গান খুঁজছি
একবার বিটিভিতে কয়েক বছর আগে লাকী আখন্দের গান শুনছিলাম। একটী গানের কথা ছিল এরকম...
"পৃথিবীর নিয়ম আমি মানব না,
মানব না,
যতদিন তুমি ভালোবাসবে না"
লিরিক্সে শেষ লাইনের ব্যাপারে নিশ্চিত নই, আর অন্য কোনো কথাও মনে নেই। এই গানটার কি কোনো হদিস দিতে পারেন? এই ধরুন কোনো ইউটিউব ভিডিও? গুগোল আমাকে কোনো বিশেষ সাহায্য করতে পারেনি অগ্রিম ধন্যবাদ।