টপিকঃ মাতাল যৌবন
মাতাল যৌবন
গিনি
তোর মাতাল করা যৌবন
মোর কেড়ে লয় উৎকণ্ঠি মন,
এ যেন উঁচা নিচা গভীর অরণ্য,
বুঁদ রই অচেতনে ঘূর্ণমান সারা ক্ষণ।
মায়া হরিণ মৃদু পায়,
হংসের দল সাঁতরায়,
সে কায়া জুড়ে, ভরা গাছ গাছড়ায়,
অচেনা পক্ষীর ডাক মলিন গলায়,
অজান্তে আমার ঠোঁট স্পর্শে যায়,
ঐ নিটোল অঢেল যমুনায়।
কলও কল ছলো ছল,
প্রেমো আকুতিতে তল,
শিহরণে ঝরে জল,
চিত্ত উন্মুক্ত করে দ্বার, নাচে টলমল।
একি অবাক করা যৌবন সরসী,
লুকানো আবেগ তোরে পরশই,
অতি নিবেদন থাক এই রূপ হাজার বরষই,
সে বন রাজির সুধা আকণ্ঠ লয়ে হই যশস্বী!