টপিকঃ জ্বালানি

জ্বালানি
গিনি
শহর মাত্রার বসবাসের জন্য জ্বালানি শক্তি অতি জরুরী। এই জ্বালানি উৎসের সময়ের সাথে পরিবর্তন হয়। কিন্তু সমস্যা হল এর চাহিদা পূরণ খুবই কঠিন বিষয়। এরই কারণ হেতু, নতুন নতুন উৎসের সন্ধান ক্রমাগত ভাবে চলছে। তবে এর মধ্যে নিউক্লিয়ার শক্তি, যদিও সবচেয়ে ঝুকি পূর্ণ, খুবই কার্যকর মনে হয়।
গবেষক গণ বিশেষ নজর দিয়েছেন প্রকৃতি থেকে এই শক্তি আহরণের জন্য, যেমন, সৌর, বায়ু, সাগরের ঢেউ, বায়ো গ্যাস।
এ গুলির ব্যবহার ও শক্তি প্রস্তুতের তেমন ফলদায়ক, অর্থাৎ কম ব্যয়ে অধিক ও উচ্চ ক্ষমতার উৎস তৈরী সম্ভব হয় নাই।
গত ৪০ বৎসর ধরে বাংলাদেশে পাটের তেমন ফলপ্রসূ ব্যবসা হয় নাই তাই এর চাষ দ্বারা খড়ি ও তন্তু গ্রাম অঞ্চলের জ্বালানির চাহিদা পূরণে শায়ক হতো আর অনেক প্রাকৃতিক গ্যাস সাশ্রয় হতো। ফলে সরকারী ব্যয় কমতো।

Re: জ্বালানি

সারমর্ম বুঝলাম না।