সর্বশেষ সম্পাদনা করেছেন রাশ (১৮-১০-২০১৮ ০১:১৪)

টপিকঃ কেমন আছো বটবৃক্ষ?

কতদিন পর আসলাম মনে নাই।পুরানো দিনের মানুষগুলা কোথায় বলতে পারো? কি একটা সময় ছিল তাই না! একদল মানুষ তোমার ছায়ায় বসে কত ধরণের গল্প বলতো।অনেক কিছু শিখেছি তোমার ছায়ায় বসে!ছবি আর ফটোগ্রাফিকে ভালোবাসা এসেছিলো তোমাদের এখানেই।

আজ এতদিন পর ঘুরতে ঘুরতে তোমার কাছে আসলাম।তুমি কি আগের মতোই আছো?

আর আমি?

আমিতো ভালোই আছি মনে হয়। আগের মতোই ঘুরে বেড়াই।ছবি তুলি,ফেসবুকে শেয়ার দেই।মাঝে কতগুলা দেশ ঘুরলাম,কত কিছু দেখলাম,জানলাম,শিখলাম! কতজনের সাথে পরিচয় হলো,কতজন হারিয়ে গেলো।ঘুরতে ঘুরতে কখন যে দুইটা ছেলের বাবা হয়েছি বুঝতেই পারিনি।ছেলেদের বড় হওয়া উপভোগ করছি।বড় ছেলেকে এইবার স্কুলে ভর্তি করতে হবে।লাইফ ইজ বিউটিফুল।

হুম,অনেক ড্রামা এডভেঞ্চারও আছে। লাইফস্টাইল পরিবর্তন হচ্ছে...প্রফেশনাল এবং ব্যক্তি জীবনে ঝড়বৃষ্টি,বজ্রপাত,আলো অন্ধকার সবই আছে..এইতো গত বছরের ডিসেম্বরে শীতের একরাতে দিনাজপুর থেকে ফেরার সময় নির্জন সড়কে মাতাল বাস ড্রাইভার আমার কষ্টের টাকায় কেনা জীবনের প্রথম গাড়িটা ভেঙে চুরমার করে দিলো।ভাগ্য জোরে বেঁচে আছি।

উদ্যোক্তা জীবনে খারাপ সময় বারবার এমন বাজেরূপে আসে যে কিছুই করার থাকে না। জাস্ট জুয়ার দানের মতো চাল দিয়ে বসে থেকে দেখতে হয়।রাতের পর রাত ঘুমহীন,দুশ্চিন্তা,লুজার হওয়ার ভয়, সমাধানের রাস্তা খোঁজা,এগুলো সত্যি খুব কষ্টের।
এইভাবেই সময় কেটে যাচ্ছে।তবে হতাশ হইনি,হাল কখনো ছাড়িনি,শিখছি। মনের একটা জোর সবসময় কাজ করে,শেষ পর্যন্ত জুয়ায় আমিই জিতবো। জিতেছি!অর্জন করেছি।ডুবন্ত ব্যবসাকে আবার টেনে তুলে শক্ত জায়গায় নিয়ে গেছি।আবার প্রথমটার চেয়ে আরো বড়ো গাড়ি কিনেছি।আবার ড্রাইভ করছি।

প্রতিনিয়ত বিচিত্র সব অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে আমি ম্যাচুয়র হচ্ছি।চলমান শিক্ষা আর অভিজ্ঞতা যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্য অভ্যস্ত করে তুলছে। আমি ধীরে ধীরে ধৈর্য্যশীল হয়ে উঠছি।এভাবেই চলছে জীবন ...........

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: কেমন আছো বটবৃক্ষ?

আহ আগের দিনগুলা!  love love love

Re: কেমন আছো বটবৃক্ষ?

Tnx সাইফ দি বস ৭

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

Re: কেমন আছো বটবৃক্ষ?

সবাই ফিরে এসে আবার আড্ডা জমুক এই আশায়......

Re: কেমন আছো বটবৃক্ষ?

এক্সিডেন্ট করেছিলেন মানে ???  surprised surprised  এখন কি অবস্থা ? কেমন আছেন ?

হাজিরা দিয়ে গেলাম। মেলাদিন পর কি মনে করে ঢুকেছিলাম।

পুনশ্চ: আমি সম্ভবত ফোরামের ইমোটিকনগুলো মিস করি।  ghusi

Re: কেমন আছো বটবৃক্ষ?

হাজিরা দিয়ে গেলাম।

Re: কেমন আছো বটবৃক্ষ?

সবার সাথে সাথে আমিও একটু হাজিরা দেই, আমি যদিও নীরব পাঠকদের একজন ছিলাম, তবুও আগের সেই দিনগুলোকে মনে পরে।