টপিকঃ কোন আকাশ
কোন আকাশ
গিনি
স্পতাকাশে রয়েছে স্বর্গ বাস।
ধরার জীবন কোন আকাশ!
কে জানে কখন কোন আকাশ শেষে
কোন আকাশে বারো মাস।
এ আকশের চন্দ্র সূর্য
রবে কি সে আকাশ ছেয়ে,
সেই দূরে কোন কবি গাবে গান,
নিরজনে অবাক সুরে ছায়া পথের রং চেয়ে।
স্বর্ণ পাতার লতা ঘিরে,
প্রেমে মগ্ন বিহঙ্গ নীড়ে,
সুমিষ্ট নহর বইবে ধীরে,
রবে কি মানব মানবী অনন্ত শান্তি বিরে।