টপিকঃ মধু তৃষ্ণা
মধু তৃষ্ণা
গিনি
মধু মাসে আম্র কাননে আসে প্রেমী,
মন মাঝে মেঘ প্রেম পুঞ্জ।
নিবে সুমিষ্ট ফল ঘুরি এ নিকুঞ্জ,
প্রেমিকেরে দিবে রসাল স্বাদ,
যদিবা হুল ফুটে মধুকর করে বিবাদ।
হবে না বাঁধা কিছু,
পাবে না ব্যথা মিছু,
সমর্পণ করিবে নিজ প্রান,
সুখ পেতে, সুখ নিতে,
যত দণ্ড আসে আসুক পিছু।
ঘ্রানে আপ্লুত এই খনে,
জাগে সহবাস শিহরণ নিবিড় ঘনে।