টপিকঃ কচু পাতার ব্যাঙ
কচু পাতার ব্যাঙ
গিনি
বর্ষা বেলায় কচু পাতার তলে
ক্ষুদায় অস্থির ব্যাঙ,
একাকি এই তার সংসার,
নাসিকায় খিচুরি ঘ্রান, অসহায় ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ।
শীতল, সিক্ত চারিধার,
জল স্রোত কল কলে নিয়ে যায় আহার,
কত মন আবেগে সাজায় পঙক্তির বাহার।
বেদনায় কাটে, কে দিবে খাদ্য তার।
কিছু পরে আধার নামে,
ব্যাঙ ভাবে বুঝি বৃষ্টি থামে,
বিদ্যুৎ বাতিতে জিহ্বায় নিবে কীট।
টর্চ হাতে কে ধায়,
পথিকের পদ চাপে সে একদম ফিট।
চিত হয়ে পরে রয়,
শিয়াল শুকে যায়।
সে নিজেই খাদ্য এখন,
আর এক বুভুক্ষ তারে খায়।