টপিকঃ উন্মাদ কথন

উন্মাদ কথন
গিনি
বোদ্ধা মানুষ মনে করে শরীরের মাঝে লুকায়ে আছে আত্মা।
দীনেশ এই কথটা বহু চিন্তা করেছে, যদি আত্মা নিরবে আবস্থান করে তবে সে একক বস্তু। বস্তু হলে ওজন হবে। কিন্তু কিছুই ত অনুভূত হয় না। আত্মার কি কোনো আকার বর্তমান, রং কি? যদি রং হীন, গন্ধ হীন, ধোঁয়া। ধোঁয়াও যদি না হয়, তবে তরঙ্গ। তরঙ্গ হলে একটা উৎস হবে। উৎসটা কি?
উৎসটা স্রস্টা নিজে।
তাহলে স্রস্টার সরাসরি কম্পন এক একটি মানবের উপর এসে আঘাত করে। আর অন্য প্রানী জগতে কি হয়! তারাও কি একই কম্পনে থাকে। বুঝা যায় এ কারনে আত্মার আগমন বা নির্গমন নাই। তাই তাকে কেউ দেখে না। এই উৎস খোঁজার প্রতিফলন রুপকথার গল্পে পাই। সেখানে বলা হয় অমুকের জান বা প্রান খানি কোথায় কোন দুর্গম স্থানে লুকানো আছে আর যে রাজপুত্র তা আনতে পারবে সেই রাজকন্যার সাহচারয্য পাবে। এখানে জান/প্রান হল শক্তির উৎস বা স্রস্টা। রাজকুমার হল সাধক, মন বা চিন্তা। রাজকন্য ধর্ম্‌, প্রাপ্তি, বাসনা, কামনা, কম্পন, তরঙ্গ বা আত্মা।

সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৪-০৮-২০১৮ ০৯:২৪)

Re: উন্মাদ কথন

দীনেশ কতটা সুক্ষ্ণভাবে ওজন মাপতে পারে? গ্রাম? মিলিগ্রাম? মাইক্রোগ্রাম? ন্যানোগ্রাম? পিকোগ্রাম?  lol

ইয়ে, এই ফোরামটার ওজন কত হবে?

Re: উন্মাদ কথন