টপিকঃ বেশি, সব সময়ে ভাল নয়!!
বিয়ে বাড়িতে বরিশাল থেকে আসা এক লোক প্রচুর খাওয়া দাওয়া করার পর অসুস্থ হয়ে পড়ে,
লোকজন তাড়া তাড়ি তাকে সুস্থ করার জন্য তাকে "বোমী / উল্টি" করাতে চেষ্টা করে,
অসুস্থ লোকটি বার বার সবাই কে অনুনয়বিনীময় করে বলে
ভাই মোরে বোমী হরাবেন না,
ভাই মোরে বোমী হরাবেন না,
সবাই অবাক হয় তার এই কথায় এবং জিজ্ঞাসা করে কেন বোমী করানো যাবেনা? আরে বোমী করালে আপনি সুস্থ হয়ে যাবেন,
সে আবার বলে, মোরে বোমী হরাবেন না- মোরে হায়খানা হরান!
মোরে হায়খানা হরান!
সবাই অবাক হয় তার এই কথায় এবং জিজ্ঞাসা করে কেন বোমী করানো যাবেনা পায়খানা করাতে হবে?
সে বলে - মউই ফইলা ডাল ও সবজী বেশী খরে হাইছি, ফরে হাইছি- মুরগীর রোষ্ট , মুরগি ,
আফনেরা যদি মরে বোমী হরান তবে মুরগীর রোষ্ট বের ওই যাইবে, পায়হানা হরালে ডাল ও সবজী গুলো বআইর অইব। মরে বোমী হরাবেন না, মরে হাগান !!
OT
** মাফ করবেন আঞ্চলিক কথায় ত্রুটি থাকতে পারে! ( সংশোধন করে দিতে পারেন)
* রি পোস্ট উইথ পরিবরথন