Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
এই পদ্ধতিতে উবুন্টু 13.04 এ wimax modem ব্যবহার করা যাবে?
যাবে। গতকালই টেস্ট করলাম।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
এই পদ্ধতিতে উবুন্টু 13.04 এ wimax modem ব্যবহার করা যাবে?
যাবে। গতকালই টেস্ট করলাম।
ভাই আমার সমস্যা বেশ জটিল। আমি উবুন্তু ১২.০৪ , পিয়ার লিনাক্স ৬ আর লিনাক্স মিন্ট ১৪ তে একই সাথে সফল এবং ব্যারথ । কারন মডেম হটাত পিসি পায় আবার মাঝে মাঝে পায় না। মডেমের এলইডি এর লাইট জ্বলে এবং সেকেন্ড ২/৩ পরেই সেটা নিভে যায়। উবুন্তু তে হার্ড রীবুট দেওয়া লাগে বাকিগুলতে সফট রিবুট দিতে হয়। এবং রিবুট দিলেও যে মডেম পাবে তার কোন নিশ্চয়তা নাই।
আর ফুডুন্তু ১৭ তে অই নিয়মে হয় না। no child process দেখায়। মডেমের মডেল WU216
শমাধান দিলে এই বান্দার অনেকটা উপকার হতো।
কারন মডেম হটাত পিসি পায় আবার মাঝে মাঝে পায় না।
কিছুই বলার নাই্, কার্নেলজনিত সমস্যা। আপডেটেড কারনেল সহ ডিস্ট্রো ব্যবহার করুন।
আর ফুডুন্তু ১৭ তে অই নিয়মে হয় না। no child process দেখায়।
ফুডুন্টু প্রোজেক্ট বন্ধ হয়ে গেছে। ওটার জন্য সাপোর্টও তাই বন্ধ।
লিনাক্স মিন্ট ১৬ (৬৪ বিট) এ বাংলালায়ন মডেম চলবে কি? আমি বাংলালায়ন AX226 মডেম ব্যবহার করি।
লিনাক্স মিন্ট ১৬ (৬৪ বিট) এ বাংলালায়ন মডেম চলবে কি?
আমি দুঃখিত। যেকোন লিনাক্স কার্নেলেই ৬৪বিট আর্কিটেকচারে ড্রাইভারটি কাজ করেনা। কার্নেল মেইনটেইনারদের আমি বিষয়টি জানিয়োছি এবং তারাও চেষ্টা করছে বিষয়টি সলভ করার। আর আমার নিজের অত ধৈর্য নাই লো লেভেল কাজ করার।
তবে মিন্ট ১৬ ৩২বিট এ ভালই কাজ করে।
শাওন ভাই আমি wimaxcmgui_0.0.1.tar.gz এই ফাইলটি কোন ভাবে ইন্সটল করতে পারছি না। এটা কিভাবে ইন্সটল করব?
উল্লেখ্য : আমি কোনোদিন tar.gz file ইন্সটল করতে পারি নি। এই ফাইলটি আমার Downloads folder এ আছে। আমি qmake দিয়ে তরয় করেছি কিন্তু পারি নি। কেউ কই আমাকে পুরা কোডটা একটু লিখে দেবেন? আমি windows ফেলে দিয়ে লিনাক্স ইউজ করছি। এজন্য আমার নেট ইউজ করার জন্য বাংলালায়ন মডেম ই ভরসা।
এই কাজটি করতে গিয়ে আমি আমার Bangla Lion মডেমটি নস্ট করেছি ।
শাওন ভাই আমি wimaxcmgui_0.0.1.tar.gz এই ফাইলটি কোন ভাবে ইন্সটল করতে পারছি না। এটা কিভাবে ইন্সটল করব?
qmake দেওয়ার পর make চালাতে হবে। তাহলেই wimaxcmgui ফাইলটা তৈরী হবে। তারপর ./wimaxcmgui লিখে এপ্লিকেশনটি চালু করতে পারবেন।
এই কাজটি করতে গিয়ে আমি আমার Bangla Lion মডেমটি নস্ট করেছি ।
ধন্যবাদ আমার সকালটি "নস্ট" করার জন্য। মনে হল এই কথাটা বলার জন্যেই ফোরামে রেজিস্ট্রেশন করলেন। পোস্টের শুরুতে ডিসক্লেইমার দেওয়া আছে আবার পড়ে নিন।
ডিসক্লেইমার
এই প্রোজেক্টটি সম্পূর্ণ আনঅফিশিয়াল এবং কমিউনিটি নির্ভর। এতে বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের বিন্দুমাত্র অবদান নেই (এবং ভবিষ্যতেও থাকবেনা)। ডিভাইস এবং অন্যান্য কোন কিছুর জন্য কোন রকম ওয়ারেন্টি প্রদান করা হবেনা এবং প্রোজেক্টের সাথে জড়িত কেও কোন প্রকার ক্ষতির জন্য দায়ী থাকবেনা। এই সফটওয়্যারটির কারণে ঘটিত সবকিছুর দায়দায়িত্ব সম্পূর্ণ ব্যবহারকারীর।
ধন্যবাদ।
আপনার এই ফাইল কি "kali" লিনাক্সে কাজ করবে (যেহেতু "kali" ডেবিয়ান বেসড)? আর যদি না করে তবে, আমি কিভাবে আপনার ফাইলকে "kali"-এর জন্য কম্পাইল করে নিতে পারি?
ধন্যবাদ ভাই।
(বি.দ্র. : জানি বাংলালায়ন বর্তমানে লিনাক্স এর জন্য মডেম দিচ্ছে, কিন্তু তা কেনার ইচ্ছে এখনো নেই।)
(এডিটঃ
আমি আপনার ফাইল এর সাহায্যে উবুন্টু ১২.০৪-এ (৩২বিট) বাংলালায়ন কানেকশন ভালো ভাবেই ব্যবহার করেছি)
adn লিখেছেন:এই পদ্ধতিতে উবুন্টু 13.04 এ wimax modem ব্যবহার করা যাবে?
যাবে। গতকালই টেস্ট করলাম।
আমি উবান্টু ১৫. ৬৪ বিট ইন্সটল দিয়েছি।
কিভাবে বাংলালায়ন চালাতে পারি?
মিস্টার শাওন সাহাজ্য করলে খুশি হব।
7 minutes and 12 seconds after:
গৌতম লিখেছেন:বলাই বাহুল্য, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। আবারো আশিকুর রহমান নূর-এর সহায়তা নিতে হবে।
আমি আসলে পুরো ডকুমেন্টেশন তুলে দিয়েছি যাতে সমস্যা না হয়। সবই যে করতে হবে তা নয়। এখানে সব ব্যাখা করে লিখেছি আরকি! এতকিছুর পর বললেন সম্ভব না? জাস্ট ফাইল নামিয়ে দুবার ক্লিক করবেন, তারপর সফটওয়্যারটি ওপেন করবেন, একাউন্ট ইনফো বসিয়ে কানেক্ট দেবেন। এতটুকু যদি কঠিন হয়ে যায় তাহলে কেমনে চলে?
আমি উবান্টু ১৫. ৬৪ বিট ইন্সটল দিয়েছি।
কিভাবে বাংলালায়ন চালাতে পারি?
মিস্টার শাওন সাহাজ্য করলে খুশি হব।
জনাব এক্সওয়াইজেডএসএইচএইউডি
এখানে বিস্তারিত পাচ্ছেন। ভালোভাবে পড়ে দেখুন শাওনের দেয়া প্রথম পোষ্টটা। তারপরে কাজে নেমে পড়ুন এবং নির্দেশ মতো একটার পর একটা ধাপ এগিয়ে কাজ করতে থাকুন। এরপরেও কাজ না হলে আমরা তো রইলামই।
driver payna ubuntu 15.04 kicu akta koren
software ta thik vabei choleche kintu account kholar somoy modem connect kore mac address likhar jaygtay seta likha jachhe na r modem pc te connect korar por o likha asche no device, plug it in. problem ta kothay hochhe?
ইসেজ তো ওপেন হচ্ছে না ভাই ?
software ta thik vabei choleche kintu account kholar somoy modem connect kore mac address likhar jaygtay seta likha jachhe na r modem pc te connect korar por o likha asche no device, plug it in. problem ta kothay hochhe?
বাংলিশ ও ঢুকে পরছে
আপনাকে অসংখ্য ধন্যবাদ। অস্থির ভাবে কাজ করছে।
keyword Research কি
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
০.০৮৮৮০৪০০৬৫৭৬৫৩৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৭৫৩১৬৫৭৭১২৯৫ টি কোয়েরী চলেছে