টপিকঃ আগামি প্রজন্মে বাংলা
আগামি প্রজন্মে বাংলা
গিনি
সাহিত্য আসলে কি?
উপন্যাস, নাটক, গল্প, কবিতা, প্রবন্ধ রচনা। সেই সকল রচনায় কিছু আবেগময়, রহস্য ময় শব্দ চয়ন, এই কি সাহিত্যের সীমানা।
ঐ রচনাগুলির মাধ্যমে কিছু একটা ব্যক্ত করা, কিছু মতামত প্রকাশ । জীবন সুন্দর করার প্রয়াস। কিছু ভুলের ঈঙ্গিত দেওয়া। সমাজ গড়ার উপাদান। সকল রচনার পরে যদি পাঠক, দর্শক হীন হয় তবে তা এক খানা ধবংস স্তূপে পরিণত হওয়া ছাড়া উপায় নাই।
এখন আগামী প্রজন্ম কি বাংলা সাহিত্যের সাথে পরিচিত? এখন প্রচার মাধ্যম অনেক সহজ লভ্য , তার কতটুকু অবদান বাংলাকে ধরে রাখার জন্য আছে। মধ্যবিত্তরা উচ্চবিত্তদেরকে ধরার জন্য ইংরেজি শিক্ষার লাভের জন্য তোলপাড়। আর সমাজে এক ধারনা জন্ম নিয়েছে তার জীবনের যৌবন আর প্রবীণ কাল এক উন্নত দেশে কাটবে। তাই প্রস্তুতি জরুরী। সেখানে বাংলার প্রভাব কি?
কিছু গতানুগতি চিন্তার বাহিরে নজর দেওয়া প্রয়োজন। সমাজে কি পরিস্থিতিতে এই সকল ভাব ধারনার উদয় হচ্ছে সে গুলি নির্দিষ্ট করা। নতুন প্রজন্ম কি করে, কি যন্ত্র ব্যভার করে, কি জানতে চায়, কি তাদের লক্ষ্য?
যেমন এখন কার প্রজন্ম র্যাপ এর ভক্ত। তারা যে কোনো সাধারন জ্ঞ্য্যান যন্ত্র হাতে যন্ত্র নিয়ে ঘুরে। এরা ব্যবসা শিক্ষতে চায়। ব্যবস্থাপনা শিক্ষতে উৎসাহী, যোগাযোগ পদ্ধতি জানতে চায়।
তাহলে তার র্যাপের উপর গান হউক। অয়েব সাইট হউক, ব্যবসা প্রতিযোগিতা আসুক। যে কোনো কাজের জন্য সনদ বিতরন হউক।
খুলুক আগামী প্রজন্মের কাছে বন্দধ দুয়ারের ঠিকানা।