Re: নতুন সুবিধাঃ পোস্ট পছন্দ করা
আশা করি এখন আর কেউ "সহমত" লিখে পোস্ট করবে না।
সহমত
99.9% Uptime Guarantee | 24/7 Live Support | SSD Server.
Best Domain Hosting Company in Bangladesh
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » নতুন সুবিধাঃ পোস্ট পছন্দ করা
আশা করি এখন আর কেউ "সহমত" লিখে পোস্ট করবে না।
সহমত
তাহলেতো নেগেটিভ রেপুও তুলে দেয়া উচিত।
একই ব্যাপারে ডাবল স্ট্যান্ডার্ড
মাইনাস থাকা উচিৎ এটা সদস্যকে সতর্ক করে। কিন্তু ডিস-লাইক অনেক কারনেই হতে পারে কিন্তু এটা জন্য অনেকে অকারণে মনে কষ্ট পাবে।
আর আমি নিজে প্রজন্ম ফোরামের বিভিন্ন সদস্যদের কে প্রায় ১২০ টার মতো মাইনাস দিয়েছি। তাদের উদ্দেশ্য বলছি আপনারা মনে কষ্ট না নিয়ে, ভুল হতে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান।
রণ_এথিক্যাল হ্যাকার লিখেছেন:তাহলেতো নেগেটিভ রেপুও তুলে দেয়া উচিত।
একই ব্যাপারে ডাবল স্ট্যান্ডার্ড
মাইনাস থাকা উচিৎ এটা সদস্যকে সতর্ক করে। কিন্তু ডিস-লাইক অনেক কারনেই হতে পারে কিন্তু এটা জন্য অনেকে অকারণে মনে কষ্ট পাবে।
আর আমি নিজে প্রজন্ম ফোরামের বিভিন্ন সদস্যদের কে প্রায় ১২০ টার মতো মাইনাস দিয়েছি। তাদের উদ্দেশ্য বলছি আপনারা মনে কষ্ট না নিয়ে, ভুল হতে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান।
ভাই আমি যতদূর জানি ১০০ পোস্টের আগে রেপু দেয়াও যায় না দেখাও যায় না।তাহলে উনি কখন সতর্ক হবেন।অনেকেরতো প্রথম ১০টা পোস্টই থাকে সতর্ক হবার হত।আর এজন্য অভিযোগ বাটন আছে যা ব্যাবহার করলে মডুরাই উক্ত সদস্যকে সতর্ক করতে যথেষ্ঠ বলে মনে করি।অযথাই মাইনাস দিয়ে সতর্ক করার বা স্বতপ্রবৃত্ত হয়ে মডুগিরির দরকার আছে কি।
হুম... ভালো। পছন্দকে পছন্দ করলাম।
সুবিধাটি খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ।
Ctrl+F5 এটার পরে কাজ করছে
আমি আপনার মতো একটি সাইট তৈরি করতে চাচ্ছি https://notunsokaal.com/
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » নতুন সুবিধাঃ পোস্ট পছন্দ করা
০.০৫৬৯৩৬০২৫৬১৯৫০৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৯০৭২৭৩৩৩৭৮৮৪ টি কোয়েরী চলেছে