টপিকঃ কী হচ্ছে গণপরিবহনে

Re: কী হচ্ছে গণপরিবহনে

পড়লাম , বেশ মনোযোগ সহকারেই । বিশেষ করে যাত্রীর অসাবধানতার কারণে দূঘর্টনার বিষয়টি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ । দোষ না থাকলেও বেচারা ড্রাইভার গণধোলাই এর শিকার ।

সমস্যার মুলে গিয়ে সমাধান এর কথা কিংবা কাজ আমরা কেউই করছিনা ।

তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর

Re: কী হচ্ছে গণপরিবহনে

বাসস্টেন্ডে দাড়িয়ে থাকা শিক্ষাথীর উপর গাড়ি উঠিয়ে দেওয়াকে যারা দুর্ঘটনা বলছে ,
এরা শুধু মুর্খ না! গন্ড মুর্খ।