টপিকঃ ধিক্কার জানাই সেই নারীবাদীতাকে যেই নারীবাদ আমাকে শিক্ষা দেয়...
ধিক্কার জানাই সেই নারীবাদীতাকে যেই নারীবাদ আমাকে শিক্ষা দেয়, "তুমি তাই করতে পারো যা একজন পুরুষ পারে"। আমি ধিক্কার জানাই তাদেরকে যারা আমাকে বুঝান, "প্রকাশ্যে সিগারেট খাওয়া, পুরুষকে ডোমিনেট করা, ইচ্ছামত অশ্লীল পোশাক পরে ঘুরে বেড়ানো,আমি আমার মতো টাইপ একরোখা ভাবনা লালন করা সহ পুরুষের যাবতীয় খারাপ আচরণ অনুকরণ করা এবং তার প্রয়োগে সচেষ্ট হওয়াটাই আমার অধিকার।"
--: রোমানা আক্তার (শুদ্ধবালিকা)
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর