টপিকঃ আসুন কে কোন দল সাপোর্ট করি ঘোষণা দেই
প্রজন্ম ফোরামের সেই জমজমাট অবস্থাটা খুব মিস করি। যদিও শুধু পোস্ট পড়তাম মানুষের, তবুও মানুষের চিন্তাভাবনা, মতামত জানার এক ভিন্ন আকর্ষন ছিল। ফেসবুকের হাজার হাজার সস্তা স্ট্যাটাস এর মত না।
এনিওয়ে, বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর মত এত বড় একটা আকর্ষন শেষ হতে চলল অথচ এখানে তার লেশমাত্র নেই। সবাই ফেসবুকে বেশ তর্ক জমাচ্ছেন ধারনা করি।
যাহোক, ২০০২ বিশ্বকাপ থেকেই জার্মানি সাপোর্ট করি। শুরুটা করেছিলাম সাউথ কোরিয়া দিয়ে, কারণ এশিয়ার দল বলে। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝে গেলাম এরা খেলা পারে না। কাজেই দল চেঞ্জ করতে হবে।
দেখলাম সবাই শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্ট করে। কাজেই আমি অন্য কিছু সাপোর্ট করব।
কিন্তু কোন দলটা করা যায় সেটা ভাবতে ভাবতে মাথায় এল, যে দলটার পতাকা ভালো লাগবে, আকা সহজ হবে এবং ভালো খেলে তাদেরকেই সমর্থন শ্বপে দেব।
তারপর জার্মানির মেশিনের মত খেলা দেখেই ভালো লেগে গেল। কিন্তু দুঃখজনকভাবে সেবার বিশ্বকাপটা ব্রাজিলের হাতে উড়ে এসে পড়ে
আপনি কোন দল সমর্থন করেন, কেন এবং কখন থেকে করেন তার স্টোরিও আমাদের জানতে দিন। দেখি কিছু উইয়ার্ড কারণ বের হয়ে আসে কিনা।