Re: আসুন কে কোন দল সাপোর্ট করি ঘোষণা দেই
এবার রাশিয়ার কাপ নেওয়ার সম্ভাবনা বেশী!! অথচ পুলে রাশিয়ার নাম নেই ????
যারে সাপোর্ট করি সে হরে যায়,
আর্জেন্টিনা
তারপর
স্পেন
তারপর
পর্তুগাল
এবার
বেলজিয়াম
অ.ট ভাবছি ব্রাজিল সাপোর্ট করবো? তবে তো সে ও ....
Re: আসুন কে কোন দল সাপোর্ট করি ঘোষণা দেই
এখন ইংল্যণ্ড যেহেতু আমারও দেশ, আমি সবার প্রথমে ইংল্যণ্ড কে সমর্থন করবো। পারুক আর না পারুক। অতঃপর ব্রাসিল। জার্মানিও করেছিলাম, কিন্তু হতাশ করল মেশিনম্যানেরা
Re: আসুন কে কোন দল সাপোর্ট করি ঘোষণা দেই
ব্রাজিল। তবে ক্রোয়েশিয়ার খেলা দেইখা তাস্কি খাইয়া গেছি :'(
৫ ০৪-০৭-২০১৮ ০২:৪৭ সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (০৪-০৭-২০১৮ ০২:৪৮)
Re: আসুন কে কোন দল সাপোর্ট করি ঘোষণা দেই
১. ব্রাজিল (বুঝ হওয়ার পর থেকে দুইবার চ্যাম্পিয়ন হইতে দেখসি। রোনালদিনিও আর ভোটকা রোনালদোর ফ্যান আমি।)
২. হল্যান্ড (কোয়ালিফাই করে নাই)
৩. জার্মানী (২০১০ এ ইংল্যান্ডরে স্রেফ উড়ায় দেয়ার পর থেইকা ফ্যান)
৪. ফ্রান্স (২০০৬ এ জিদান একা টেনে নিয়ে গিয়েছিলো। তখন থেকে ফ্যান)
৫. বেলজিয়াম (সুন্দর অ্যাটাকিং খেলা খেলে। ইউরোতে খেলা দেখে ভালো লেগে যায়।)
৬. ইংল্যান্ড (ওভাররেটেড একটা দল। কিন্তু কি করুম? জেরার্ড-ল্যাম্পার্ডদের ফ্যান ছিলাম।)