টপিকঃ কমিটমেন্ট
১.
কড়া রোদ্দুরে বাসে বসে,দরদর করে ঘামতে,ঘামতে প্রেমিক তার প্রেমিকাকে একটা কল দিলো-
-আজ বড় গরম পড়েছে।
-হুম,,তা আর বলতে,,গলা শুকিয়ে কাঠ।
-আমি তো দরদর করে ঘামছি।শোনো বাবু!
-কি বাবু?
-বাবু,,আমরা শীতে বিয়ে করব,ঠিক আছে?
-শীতে? না না,,মোটেও নয়।আমরা বিয়ে করব শ্রাবণ মাসে।আমােদর বাসর রাতে বৃষ্টি হবে, ভিজব।
-সত্যি বাবু?
-সত্যি! তবে আমরা ভিজব না,,শুধু একা আমি ভিজব।
-কেন?
-কারণ,তোমার একটুতেই ঠান্ডা লাগে।আমি ভিজব,তুমি ছাতা হাতে দাড়িয়ে থাকবে।
-এ কেমন বিচার?
-যেমনই হোক,আমও যা বলেছি তাই হবে।তাইইই হবে।এটা আমদের কমিটমেন্ট, ওকে?
-ওকে বাবু।
২.
দেড় বছর পর.....
প্রেমিক-প্রেমিকা বিয়ে করেছে।তবে প্রেমিকার মন মতো শ্রাবণ মাসে আর বিয়ে হয় নি তাদের।বৈশাখের প্রচন্ড গরমে তাদের পালিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে।আর আজ তাদের বাসর রাতে,,প্রেমিক ছাতা হাতে বাথরুমের সামনে দাড়িয়ে,,,আর প্রেমিকা বাথরুমের শাওয়ার ছেড়ে ভিজছে।প্রেমিক ছলছল চোখে ছাতা হাতে তাকিয়ে আছে ভিজে যাওয়া নববধূর দিকে।যেমন করে হোক,আর যেভাবেই হোক,অবশেষে,,কমিটমেন্ট টা তো রাখা হলো।