টপিকঃ বাংলাদেশ আফগানিস্তান টি২০ ক্রিকেট সিরিজ
ভারতের দেরাদুনে শুরু হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান টি২০ সিরিজ। তিন ম্যাচের এই টি২০ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৫ ও ৭ তারিখ।
বাংলাদেশ প্রথম ম্যাচে যুদ্ধে বিদ্ধস্ত নবাগত দলের কাছে শোচনিয় ভাবে হারে ও ২০ ওভার ও খেলতে পারেনি ১২২ রানে অল আউট, শুধুমাত্র অধিনায়ক এর ভুল সিদ্ধান্তের কারনে, তাদের মজিবুর রহমান ও রাশেদ কে দেখেই মনে হলো সবাই নার্ভাস হয়ে যায়, প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেটে ১৬৭ রান করেন, যেখানে তাদের ১৬ ওভার এ রান ছিল মাত্র ১০৫, সেখানে বাকি ৪ ওভারে ৬২ রান, তারা কিছুতেই ১২০-১৩০ রানের বেশী করতে পারার কথা নয়,
END OF OVER:16 | 9 Runs | AFG: 105/4 | RR: 6.56
1-62 (Usman Ghani, 8.3 ov),
2-86 (Mohammad Shahzad, 11.6 ov), 3-90 (Najibullah Zadran, 13.2 ov),
4-91 (Mohammad Nabi, 13.5 ov),
5-135 (Samiullah Shenwari, 17.6 ov),
6-160 (Shafiqullah, 19.3 ov),
7-161 (Asghar Stanikzai, 19.4 ov),
8-161 (Karim Janat, 19.5 ov)
মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক ভালো বলিং করছিলো , তাদের ইকোনমি খুবই ভালো থাকা স্বর্তেও তদেরকে বল না দিয়ে, বল তুলে দেওয়া হয় এমন প্লেয়ার এর হাতে, যা ঠিক হয়নি,
Abu Jayed 11.33 economie
Nazmul Islam 8.00 economie
Rubel Hossain 8.00 economie
Shakib Al Hasan 4.75 economie
Abul Hasan 13.33 economie
Mosaddek Hossain 3.00 economie
Mahmudullah 1.00 economie
অথচ ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে একটি টি২০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। #আফগানিস্তান মাত্র ৭২ রানে অলআউট হলে ৯ উইকেটে বাংলাদেশ জয়লাভ করে ম্যাচটিতে। ব্যাট হাতে সে ম্যাচে ৩৩ বলে ৪৪ রান করেন আনামুল হক, গুলবাদিন নাঈব ২১ রান করেন। বল হাতে সাকিব ৩, আবদুর রাজ্জাক ২ ও ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ ও মাশরাফি ১টি করে উইকেট শিকার করেন।